ওল্ড ট্র্যাফোর্ডের পথে রুনি জুনিয়র

ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে আলো ছড়িয়েছেন ওয়েইন রুনি। বাবার পথে চলে ওল্ড ট্র্যাফোর্ডে পা পড়ল ছেলেরও। ইউনাইটেডের একাডেমিতে যোগ দিয়েছেন রুনির ছেলে কাই।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2020, 10:43 AM
Updated : 18 Dec 2020, 10:43 AM

ওল্ড ট্রাফোর্ডের দলটির সঙ্গে ১১ বছর বয়সী ছেলের চুক্তির বিষয়টি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান রুনি। পোস্ট করা ছবিতে বাবা-মায়ের সঙ্গে চুক্তিনামায় সাক্ষররত অবস্থায় দেখা যায় কাইকে।

ক্যাপশনে লেখা, “গৌরবের দিন। ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখাচ্ছে কাই। কঠোর পরিশ্রম চালিয়ে যাও বাবা।”

ইউনাইটেডে রুনি খেলেছেন ১০ নম্বর জার্সিতে। একাডেমি দলে কাইও পেয়েছেন ১০ নম্বর জার্সি।

এই ক্লাবেই ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন ৩৫ বছর বয়সী রুনি। ২০০৪ সালে এভারটন থেকে ওল্ড ট্রাফোর্ডের দলটিতে নাম লেখানো সাবেক এই ইংলিশ ফরোয়ার্ড দলটির হয়ে করেন ৫৫৯ ম্যাচে রেকর্ড ২৫৩ গোল।

ওল্ড ট্র্যাফোর্ডে ১৩ বছরের সাফল্যমণ্ডিত ক্যারিয়ার শেষ রুনি আবার ফেরেন এভারটনে। এরপর যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ডিসি ইউনাইটেড হয়ে ফেরেন দেশের ফুটবলে।

ইংল্যান্ড জাতীয় দলের হয়েও সর্বোচ্চ গোল করা রুনি গত জানুয়ারিতে খেলোয়াড় ও কোচ হিসেবে যোগ দেন চ্যাম্পিয়নশিপের দল ডার্বি কাউন্টিতে।