অবিশ্বাস্য আনন্দে ভাসছেন লেভানদোভস্কি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Dec 2020 02:53 AM BdST Updated: 18 Dec 2020 02:54 AM BdST
লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোকে পেছনে ফেলে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে যেন বিশ্বাস হচ্ছে না রবের্ত লেভানদোভস্কির। প্রথমবারের মতো এই পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার জানালেন অবিশ্বাস্য আনন্দে ভাসার কথা।
২০১৯-২০ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ক্যারিয়ারে প্রথমবার ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ হয়েছেন লেভানদোভস্কি। সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে বৃহস্পতিবার ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় লেভানদোভস্কির নাম।
“আমি খুবই গর্বিত এবং খুশি। সত্যি বলতে এটা আমার জন্য এবং আমার ক্লাব ও সতীর্থদের জন্যও অনেক বড় একটা দিন। এই পুরস্কার আমার সতীর্থ, কোচ এবং সর্বোপরি বায়ার্ন মিউনিখের জন্য। এটা অবিশ্বাস্য অনুভূতি, অনেক আবেগের।”
“এমন একটা পুরস্কার জেতা এবং মেসি ও রোনালদোর সঙ্গে ভাগাভাগি করা অবিশ্বাস্য। এটা আমার কাছে অনেক কিছু। মনে পড়ছে, অনেক আগে এটা পাওয়ার আকাঙ্ক্ষা ছিল আমার এবং এখন আমি এটা পেয়েছি। এর অর্থ হচ্ছে, আপনি কোথা থেকে এসেছেন, সেটা নয়, আপনি কি করেছেন সেটা গুরুত্বপূর্ণ।”
গত মৌসুমে বায়ার্ন মিউনিখের ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নায়কদের একজন ছিলেন তিনি। আসরে গোল করেছিলেন সর্বোচ্চ ১৫টি। জিতেছিলেন বুন্ডেসলিগা ও জার্মান কাপও। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৭ ম্যাচে ৫৫ গোল করা গত মৌসুমের স্মৃতিচারণ করলেন লেভানদোভস্কি।
“এ বছরটা সারা বিশ্বের জন্যই কঠিন… চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জেতা সবচেয়ে আলো ঝলমলে ব্যাপার ছিল… এমন একটা বিশেষ দিন এবং সন্ধ্যা, যা ছিল অবিশ্বাস্য অনুভূতি। এটা ছিল দারুণ মুহূর্ত।”
“এরপর আমরা কাপ জিতলাম এবং সম্ভাব্য শিরোপাগুলো পেলাম। আমাদের দারুণ একজন কোচ, দল আছে এবং আমরা এক লক্ষ্য নিয়ে সবাই কাজ করি।”
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
-
অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
-
এভারটন থেকে টটেনহ্যামে রিশার্লিসন
-
লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে ‘চুপ’ মানে
-
টিভিতে আজ
-
ইউভেন্তুস থেকে আতলেতিকোয় ফিরলেন মোরাতা
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
- হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- ‘লোকে শুধু কোহলির সেঞ্চুরি দেখে’
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল