‘লাল কার্ড পেতে পারতাম’

বেশ দেরিতে হুয়ান কুয়াদরাদোকে ট্যাকল করেছিলেন। কড়া ট্যাকলই ছিল। তবে মারটেন ডে রনের ভাগ্য ভালো, রেফারির চোখে বিষয়টা অতটা গুরুত্ব পায়নি। দিয়েছিলেন হলুদ কার্ড। পরে আতালান্তার এই মিডফিল্ডার নিজেই স্বীকার করেছেন, ওই ট্যাকলের কারণে পেতে পারতেন লাল কার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2020, 12:59 PM
Updated : 17 Dec 2020, 12:59 PM

ইউভেন্তুস স্টেডিয়ামে বুধবার সেরি আর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ফেদেরিকো চিয়েসার গোলে ইউভেন্তুস এগিয়ে যাওয়ার পর আতালান্তাকে সমতায় ফেরান রেমো ফ্রয়লার।

ম্যাচের দ্বিতীয়ার্ধে কুয়াদরাদোকে ট্যাকল করে হলুদ কার্ড দেখা ডে রন টুইটারে ছবি পোস্ট করেছেন পেনাল্টি মিস করা ক্রিস্তিয়ানো রোনালদোর ছবি দিয়ে। সেখানেই ইউভেন্তুসের এক সমর্থক টানেন ওই ট্যাকলের প্রসঙ্গ।

ডে রনও মেনে নেন অভিযোগ। তবে খারাপ উদ্দেশ্য ছিল না বলেও জানান ২৯ বছর বয়সী এই ডাচ ফুটবলার।

“আমি একমত। অনেক দেরিতে ট্যাকল করেছিলাম এবং এটা ছিল খুবই মারাত্মক। তবে আশা করি, সবাই বুঝতে পেরেছে যে অমন বিপজ্জনক ট্যাকল করার ইচ্ছা আমার ছিল না।”

“কুয়াদরাদোর কাছে ক্ষমা চাইছি।”