ফিরমিনোর শেষ মুহূর্তের গোলে শীর্ষে লিভারপুল

পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের লড়াই। আক্রমণ-প্রতি আক্রমণে লড়াইটা হলো জমজমাট। ড্রয়ের পথে থাকা ম্যাচে ব্যবধান গড়ে দিলেন রবের্তো ফিরমিনো। ব্রাজিলিয়ান তারকার শেষ মুহূর্তের গোলে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে শীর্ষে উঠল লিভারপুল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2020, 09:59 PM
Updated : 16 Dec 2020, 10:29 PM

অ্যানফিল্ডে বুধবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল। মোহামেদ সালাহর গোলে শিরোপাধারীরা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন সন-হিয়ুং মিন। স্বাগতিকদের জয়সূচক গোলটি করেন ফিরমিনো।

অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকে টটেনহ্যামকে চেপে ধরে লিভারপুল। দ্বাদশ মিনিটে এগিয়ে যেতে পারতো তারা। অ্যান্ড্রু রবার্টসনের ফ্রি-কিকে ফিরমিনোর হেড ফিরিয়ে জাল অক্ষত রাখেন গোলরক্ষক উগো লরিস।

২২তম মিনিটে গোলরক্ষক বরাবর মেরে সুযোগ হারান সালাহ। এর তিন মিনিট পরই দলকে এগিয়ে নেন তিনি। ডি-বক্সে মিশরের এই ফরোয়ার্ডের শট টটেনহ্যামের ডিফেন্ডার টবি আল্ডারভাইরেল্ডের পায়ে লেগে দূরের পোস্টের ওপরের কোণা দিয়ে জালে জড়ায়।

একটু পর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন কার্টিস জোন্স। এই ইংলিশ মিডফিল্ডারের শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকান লরিস।

৩৩তম মিনিটে প্রতি-আক্রমণ থেকে সমতা ফেরায় সফরকারীরা। মাঝমাঠ থেকে লো সেলসোর থ্রু বল ধরে অফসাইডের ফাঁদ এড়িয়ে ডি-বক্সে ঢুকে গোলরক্ষক আলিসনকে পরাস্ত করেন সন। প্রথমার্ধে গোলের উদ্দেশে নিজেদের একমাত্র শটেই সাফল্য পায় দলটি।

৩৭তম মিনিটে আবার এগিয়ে যেতে পারতো লিভারপুল। এবার ডি-বক্সের ভেতর থেকে ফিরমিনোর নিচু শট ডান দিকে ঝাঁপিয়ে ফেরান লরিস।

দ্বিতীয়ার্ধের প্রথম সাত মিনিটে দুটি সুযোগ পায় টটেনহ্যাম। প্রথমে কাছ থেকে বাইরে মেরে সুযোগ নষ্ট করেন স্টিভেন বেহরভেন। একটু পর পোস্ট ছেড়ে অনেকটা বেরিয়ে গিয়ে দুর্বল পাস দেন আলিসন। বল পেয়ে দূর থেকে শট নেন হ্যারি কেইন। দ্রুত ফিরে এসে কর্নারের বিনিময়ে রক্ষা করেন ব্রাজিলিয়ান গোলরক্ষক।

৬৪তম মিনিটে ভাগ্যের ফেরে গোল পায়নি জোসে মরিনিয়োর দল। ডি-বক্সে ঢুকে বেহরভেন গোলরক্ষককে পরাস্ত করলেও বল পোস্টে লেগে ফেরে। পরের মিনিটে কর্নারে কাছ থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি কেইন।

৭৪তম মিনিটে গোল পেতে পারতেন সাদিও মানে। কিন্তু ডি-বক্সের ভেতর থেকে সেনেগালের এই ফরোয়ার্ডের শট লাগে ক্রসবারে।

ড্র-ই যেখানে মনে হচ্ছিল সম্ভাব্য ফল, তখন নির্ধারিত সময়ের শেষ মিনিটে লিভারপুলকে উচ্ছ্বাসে ভাসান ফিরমিনো। রবার্টসনের কর্নারে হেডে বল জালে পাঠান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

১৩ ম্যাচে আট জয় ও চার ড্রয়ে লিভারপুলের পয়েন্ট হলো ২৮। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে টটেনহ্যাম।

আর্সেনালের মাঠে ১-১ ড্র করা সাউথ্যাম্পটন ২৪ পয়েন্ট নিয়ে তিনে আছে। সমান পয়েন্ট নিয়ে চারে এভারটনের বিপক্ষে ২-০ গোলে হারা লেস্টার সিটি। এক পয়েন্ট কম নিয়ে পাঁচে আছে এভারটন।