আলিফ-ইতির সোনা জয়

শহীদ আহসান উল্লাহ মাস্টার বিজয় দিবস আর্চারি টুর্নামেন্টে একক ও দলগত ইভেন্টে সোনা জিতেছেন আব্দুর রহমান আলিফ। একটি এককে সোনা জিতেছেন ইতি খাতুনও। হতাশ করেছেন রোমান সানা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2020, 04:46 PM
Updated : 16 Dec 2020, 04:46 PM

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে বুধবার টুর্নামেন্টের শেষ দিনে ৬টি ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।

রিকার্ভ পুরুষ একক ইভেন্টে ৬-০ সেট পয়েন্টে প্রদীপ্ত চাকমাকে হারিয়ে সোনা জেতেন আলিফ। এই ইভেন্টের ফাইনালে উঠতে ব্যর্থ হন রোমান সানা। রিকার্ভ মহিলা একক ইভেন্টে ৬-৫ সেট পয়েন্টে বিউটি রায়কে হারিয়ে সোনা জেতেন ইতি খাতুন।

রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে ৬-০ সেট পয়েন্টে ইমদাদুল হক মিলন ও ইতি খাতুনকে হারিয়ে সোনা জিতে নেন আলিফ ও বিউটি রায়।

কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে ১৩৯-১৩৮ স্কোরের ব্যবধানে সিয়াম সিদ্দিককে হারিয়ে সোনা জেতেন মোহাম্মদ আশিকুজ্জামান। কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে বন্যা আক্তারকে হারিয়ে সোনার হাসি হাসেন শামলী রায়।

আর কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে ১৫৪-১৫১ স্কোরের ব্যবধানে সোহেল রানা ও বন্যা আক্তারকে হারিয়ে সোনা জেতেন অসীম কুমার দাস ও তানিয়া রীমা।