লেভানদোভস্কির হাতে বর্ষসেরার পুরস্কার চান দে রস্সি

লিওনেল মেসি তার চোখে সব সময়ই সেরা ফুটবলার। তবে গত বছরের সাফল্যের বিচারে ২০২০ সালের ফিফা বর্ষসেরার পুরস্কারের দৌড়ে বায়ার্ন মিউনিখের রবের্ত লেভানদোভস্কিকে এগিয়ে রাখছেন দানিয়েল দে রস্সি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2020, 12:54 PM
Updated : 16 Dec 2020, 12:54 PM

বৃহস্পতিবার ঘোষণা করা হবে এবারের বর্ষসেরার নাম। এর আগের দিন ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সাক্ষাৎকারে ক্যারিয়ারের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন ২০০৬ বিশ্বকাপজয়ী দে রস্সি। প্রথমেই ৩৭ বছর বয়সী সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডারের কাছে জানতে চাওয়া হয় এবারের বর্ষসেরার বিষয়ে।

“মেসি সবসময়ই সেরা খেলোয়াড়, তবে গত বছরের দিকে যদি তাকান, রবের্ত লেভানদোভস্কি এটার দাবিদার। সে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, অনেক গোল করেছে এবং তার খেলার দিকে লক্ষ্য করলে বুঝবেন সেই ছিল সেরা।”

সব প্রতিযোগিতা মিলে ক্লাবের হয়ে ২০১৯-২০ মৌসুমে ৫৫ গোল করেন লেভানদোভস্কি। গত মৌসুমে বায়ার্নের পাঁচ শিরোপা জয়ে তার ছিল গুরুত্বপূর্ণ অবদান।

ব্যক্তিগত পারফরম্যান্সে গত মৌসুমে বেশ কিছু প্রাপ্তি ছিল মেসির, গড়েন নতুন কিছু রেকর্ডও। লিগে ৩৩ ম্যাচ খেলে ২৫ গোল করে জিতে নেন রেকর্ড সপ্তম পিচিচি ট্রফি। তবে দলগতভাবে তেমন কিছুই জিততে পারেননি তিনি।

এই দুইজন ছাড়াও এবারের বর্ষসেরার দৌড়ে আছেন ইউভেন্তুসের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো।