বার্সেলোনার প্রতিপক্ষ পিএসজি, রিয়ালের মুখোমুখি আতালান্তা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের শুরুতেই কঠিন লড়াইয়ের মুখে ধুঁকতে থাকা বার্সেলোনা। শেষ ষোলোয় পাঁচবারের চ্যাম্পিয়নরা খেলবে গতবারের রানার্সআপ পিএসজির বিপক্ষে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2020, 11:25 AM
Updated : 14 Dec 2020, 01:51 PM

আর প্রতিযোগিতাটির রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে আতালান্তার বিপক্ষে।

সুইজারল্যান্ডের নিওঁতে সোমবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়। 

ড্রয়ে বার্সেলোনার প্রতিপক্ষ হিসেবে পিএসজির নাম ওঠায় দুই দলের সেরা দুই তারকা মেসি-নেইমারের মুখোমুখি লড়াইও বাড়তি রোমাঞ্চ ছড়াতে শুরু করেছে। ২০১৭ সালের অগাস্টে রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে প্যারিসে যোগ দেওয়ার পর এবারই প্রথম সাবেক ক্লাবের বিপক্ষে খেলবেন ব্রাজিলিয়ান।

পিএসজিও পেতে যাচ্ছে পুরনো ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ। সবশেষ ২০১৬-১৭ আসরের শেষ ষোলোতেই ঘরের মাঠে ৪-০ গোলে জিতে কোয়ার্টার-ফাইনালে ওঠার সম্ভাবনা জোরালো করেছিল তারা। কিন্তু ফিরতি লেগে তাদের ৬-১ গোলে গুঁড়িয়ে দিয়েছিল কাতালান ক্লাবটি।

চলতি মৌসুমে অবশ্য দু’দলের কারোর পথচলাই খুব একটা মসৃণ নয়। লা লিগায় ধুঁকতে থাকা বার্সেলোনা ইউরোপ সেরার মঞ্চে প্রথম পাঁচ রাউন্ডে জয়ের পর শেষ ম্যাচে ইউভেন্তুসের বিপক্ষে হেরে ‘জি’ গ্রুপের রানার্সআপ হয়।

আর প্রথম তিন রাউন্ডে দুইবার হারের স্বাদ পাওয়া পিএসজিকে নকআউট পর্ব নিশ্চিত করতে হয় শেষ দিন পর্যন্ত। শেষ ম্যাচে অবশ্য ইস্তানবুল বাসাকসেহিরকে উড়িয়ে ‘এইচ’ গ্রুপের সেরা হয়েই পরের রাউন্ডে পা দেয় লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। লিগ শিরোপা ধরে রাখার অভিযানে ভুগছে তারাও; শেষ চার ম্যাচের মাত্র একটিতে জিতে পয়েন্ট টেবিলে নেমে গেছে তিনে।

সর্বোচ্চ ১৩ বারের ইউরোপ চ্যাম্পিয়ন রিয়াল তাদের সবশেষ শিরোপাটি জিতেছিল ২০১৭-১৮ মৌসুমে। পরের দুই আসরেই শেষ ষোলো থেকে ছিটকে পড়া দলটির এবারের পথচলাও তেমন আশানুরূপ হয়নি।

প্রথম পাঁচ রাউন্ডের দুটিতে হেরে ও একটিতে ড্র করে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ার শঙ্কায় পড়েছিল রিয়াল। তবে শেষ ম্যাচে মনশেনগ্লাডবাখকে হারিয়ে ‘বি’ গ্রুপের সেরা হয় তারা। অন্যদিকে, গত আসরে চমক জাগানো আতালান্তা এবারও লিভারপুলকে তাদেরই মাঠে হারিয়ে দেয়। ছয় ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে ‘ডি’ লিভারপুলের পেছনে থেকে নকআউট পর্বে ওঠে ইতালিয়ান ক্লাবটি।

গতবারের অপরাজিত চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ এবারও গ্রুপ পর্বে দারুণ খেলেছে। গ্রুপ পর্বে সর্বোচ্চ ১৮টি গোল দলটি পাঁচ জয় ও এক ড্রয়ে ‘এ’ গ্রুপে সেরা হয়। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ লাৎসিও-তারাও গ্রুপ পর্বে হারেনি। দুই জয় ও চার ড্রয়ে ‘এফ’ গ্রুপের রানার্সআপ হয় তারা।

বার্সেলোনাকে পেছনে ফেলে ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন ইউভেন্তুস কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে ‘সি’ গ্রুপের রানার্সআপ পোর্তোর বিপক্ষে।

‘সি’ গ্রুপের অপরাজিত চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি খেলবে মনশেনগ্লাডবাখের বিপক্ষে।

২০১৮-১৯ আসরের চ্যাম্পিয়ন লিভারপুল খেলবে ‘এইচ’ গ্রুপের দ্বিতীয় সেরা দল লাইপজিগের বিপক্ষে। গত আসরে নজরকাড়া পারফরম্যান্সে সেমি-ফাইনালে উঠেছিল জার্মান দলটি।

শেষ ষোলোর লড়াই:

ম্যানচেস্টার সিটি-বরুশিয়া মনশেনগ্লাডবাখ

বায়ার্ন মিউনিখ-লাৎসিও

চেলসি-আতলেতিকো মাদ্রিদ

লিভারপুল-লাইপজিগ

ইউভেন্তুস-পোর্তো

পিএসজি-বার্সেলোনা

বরুশিয়া ডর্টমুন্ড-সেভিয়া

রিয়াল মাদ্রিদ-আতালান্তা