সালাহর গোলে হার এড়াল লিভারপুল

অ্যাওয়ে ম্যাচে আবারও ভুগতে দেখা গেল লিভারপুলকে। ইংলিশ প্রিমিয়ার লিগে নবাগত ফুলহ্যামের উজ্জীবিত পারফরম্যান্সে হারের শঙ্কায় পড়েছিল তারা। মোহামেদ সালাহর দ্বিতীয়ার্ধের গোলে রক্ষা পেয়েছে শিরোপাধারীরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2020, 06:31 PM
Updated : 13 Dec 2020, 06:53 PM

প্রতিপক্ষের মাঠে রোববার লিগ ম্যাচে ১-১ ড্র করে লিভারপুল। আসরে এ নিয়ে টানা পাঁচটি অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট হারাল ইয়ুর্গেন ক্লপের দল। এর মধ্যে তারা ড্র করেছে চারটিতে, হেরেছে অন্যটি।

ম্যাচের শুরু থেকে লিভারপুল বল দখলে আধিপত্য করলেও সুযোগ তৈরিতে এগিয়ে ছিল ফুলহ্যাম। চতুর্থ মিনিটে অফসাইডের ফাঁদ এড়িয়ে ইভান কাভালেইরোর নেওয়া শট ফেরান চোট কাটিয়ে গোলপোস্টের নিচে ফেরা আলিসন। চতুর্দশ মিনিটে পর্তুগিজ ফরোয়ার্ড কাভালেইরোর আরেকটি প্রচেষ্টাও রুখে দেন এই ব্রাজিলিয়ান গোলরক্ষক।

২৪তম মিনিটে আরেকবার আলিসনের দৃঢ়তায় বেঁচে যায় চ্যাম্পিয়নরা। লুকম্যানের শট বাঁ দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান তিনি। পরের মিনিটে আর পারেননি জাল অক্ষত রাখতে। কর্নার ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি লিভারপুল। লুকম্যানের পাস খুঁজে পায় ববি রিডকে। ডি-বক্সে ঢুকে ডান পায়ের জোরালো শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন তিনি।

প্রথমার্ধে উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি সফরকারীরা। দ্বিতীয়ার্ধের শুরুতে ডি-বক্সের বাইরে থেকে সালাহর শট ফিরিয়ে দেন গোলরক্ষক আলফুঁস আরিওলা। ৬১তম মিনিটে কাছ থেকে রবের্তো ফিরমিনোর নেওয়া শটও ফেরান তিনি।

৭৯তম মিনিটে সফল স্পট কিকে সমতা টানেন সালাহ। জর্জিনিয়ো ভেইনালডামের ফ্রি-কিকে প্রতিপক্ষের একজনের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

১২ ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে আগের মতো দ্বিতীয় স্থানেই আছে লিভারপুল। ৮ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে আছে এক মৌসুম পর প্রিমিয়ার লিগে ফেরা ফুলহ্যাম।

ক্রিস্টাল প্যালেসের মাঠে ১-১ ড্র করা টটেনহ্যাম হটস্পার লিভারপুলের সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে আছে।