আতলেতিকোকে ‘দুমড়ে-মুচড়ে’ দেওয়ার তৃপ্তি জিদানের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Dec 2020 04:45 PM BdST Updated: 13 Dec 2020 04:45 PM BdST
-
ছবি: রিয়াল মাদ্রিদ
-
ছবি: রিয়াল মাদ্রিদ
দারুণ ছন্দে থাকা আতলেতিকো মাদ্রিদকে রিয়াল মাদ্রিদ হারিয়েছে দুর্দান্ত ফুটবলের পসরা মেলে। জিনেদিন জিদানও তাই অনুভব করছেন নগর প্রতিদ্বন্দ্বীদের দুমড়ে-মুচড়ে দেওয়ার তৃপ্তি।
পুরো দলের পারফরম্যান্সেই খুশি রিয়াল কোচ। এর মাঝেও তিনি আলাদাভাবে প্রশংসা করলেন লুকা মদ্রিচ ও টনি ক্রুসের।
আলফ্রেদ্রো দি স্তেফানো স্টেডিয়ামে শনিবার রাতে লা লিগায় মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বি ২-০ গোলে জিতে রিয়াল। স্প্যানিশ লিগে ২৬ ম্যাচ ও ১০ মাসেরও বেশি সময় পর হারের তেতো স্বাদ পায় আতলেতিকো। এর আগে সবশেষ গত ফেব্রুয়ারির শুরুতে এই নগর প্রতিদ্বন্দ্বীদের মাঠেই ১-০ গোলে হেরেছিল দিয়েগো সিমেওনের দল।
পঞ্চদশ মিনিটে ক্রুসের কর্নারে হেডে পোস্ট ঘেঁষে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন কাসেমিরো। ৬৩তম মিনিটে ক্রুসের ফ্রি কিকে ডি-বক্সে বল ক্লিয়ার হলেও পেয়ে যান কারভাহাল। বুক দিয়ে নামিয়ে স্প্যানিশ ডিফেন্ডারের নেওয়া জোরালো শটে বল পোস্টে লেগে ফেরার পথে ওবলাকের পেছনে লেগে জালে জড়ায়। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় দলের দাপুটে মানসিকতার প্রশংসা করেন জিদান।

ছবি: রিয়াল মাদ্রিদ
“করিমও (বেনজেমা) ভালো খেলেছ…লুকাস (ভাসকেস) দুর্দান্ত এবং দানি (কারভাহাল) ও আমাদের অধিনায়ক (সের্হিও রামোস), (রাফায়েল) ভারানে…সবাই খুবই ভালো খেলেছে।”
আতলেতিকোকে থিতু হতে না দেওয়ার আনন্দও অনুভব করছেন জিদান।
“আমরা সারা মাঠে চাপ ধরে রাখার ক্ষেত্রে খুবই ভালো করেছি এবং আতলেতিকোকে মোটেও জায়গা দেইনি। তারা সাউল নিগেসের মাধ্যমে একটা সুযোগই পেয়েছিল। আসলেই খুব ভালোভাবে আমরা ম্যাচটা নিয়ন্ত্রণ করেছি।”
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ
- এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- আত্মহত্যায় প্ররোচনা: হেনোলাক্সের নুরুল আমিন ও স্ত্রী গ্রেপ্তার
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’