ফেডারেশন কাপে একই গ্রুপে আবাহনী-মোহামেডান

ফেডারেশন কাপের গ্রুপ পর্বেই দেখা হচ্ছে ঘরোয়া ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের। ‘ডি’ গ্রুপে এই দুই দলের সঙ্গে আছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2020, 09:33 AM
Updated : 13 Dec 2020, 09:33 AM

আগামী ২২ ডিসেম্বর মাঠে গড়াবে ২০২০-২১ মৌসুমের ফেডারেশন কাপ। রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে ড্র অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার শিরোপাধারী বসুন্ধরা কিংস ‘সি’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে। গত বছর রহমতগঞ্জকে হারিয়ে শিরোপা জিতেছিল বসুন্ধরা কিংস।

‘বি’ গ্রুপের চার দল সাইফ স্পোর্টিং ক্লাব, ২০১৬ সালের রানার্সআপ আরামবাগ ক্রীড়া সংঘ, ব্রাদার্স ইউনিয়ন ও উত্তর বারিধারা।

‘এ’ গ্রুপে আছে শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। ২০১২ সালে সর্বশেষ এ শিরোপার স্বাদ পেয়েছিল শেখ রাসেল। তিনটি ফেডারেশন কাপের সর্বশেষটি শেখ জামাল জিতেছিল ২০১৫ সালে।

১১টি শিরোপা নিয়ে ফেডারেশন কাপের রেকর্ড শিরোপধারী আবাহনী ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত টানা জয়ের পর গত আসরে বসুন্ধরা কিংসের কাছে মুকুট হারায়। ১০টি শিরোপার সর্বশেষটি মোহামেডান জিতেছিল ২০০৯ সাল।

গ্রুপ ‘এ’-শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব।

গ্রুপ ‘বি’- সাইফ স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, ব্রাদার্স ইউনিয়ন এবং উত্তর বারিধারা।

গ্রুপ ‘সি’-বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।

গ্রুপ ‘ডি’-আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।