আতলেতিকোকে ফেভারিট মানছেন জিদান
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Dec 2020 09:51 PM BdST Updated: 11 Dec 2020 09:51 PM BdST
-
-
ছবি: রিয়াল মাদ্রিদ
লা লিগায় বরাবরের ফেভারিট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ এবার দেখছে মুদ্রার উল্টো পিঠ। তাদের ছন্দহীন পারফরম্যান্সের বিপরীতে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে আতলেতিকো মাদ্রিদ। এবারের লিগ চ্যাম্পিয়ন হিসেবে অনেকেই দিয়েগো সিমেওনের দলের জোর সম্ভাবনা দেখতে শুরু করেছেন। নগর প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে মুখোমুখি লড়াইয়ের আগে একই অভিমত জানালেন রিয়াল কোচ জিনেদিন জিদানও।
ঘরের মাঠ আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে শনিবার আতলেতিকোর মুখোমুখি হবে রিয়াল। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বি।
শিরোপার দাবিদার অন্য দলগুলো যখন যাচ্ছে উত্থান-পতনের মধ্য দিয়ে, তখন টানা সাত জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে আতলেতিকো। আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দলটির ১০ ম্যাচে পয়েন্ট ২৬।
দুই ম্যাচ বেশি খেলে ১ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল সোসিয়েদাদ। ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চারে আছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। নবম স্থানে নেমে গেছে বার্সেলোনা।
মৌসুমের শুরু থেকে বারবার হোঁচট খাওয়া জিদানের দল নিজেদের সবশেষ ম্যাচে অবশ্য ছন্দে ফেরার আভাস দিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে দাপুটে ফুটবল খেলে হারায় বরুশিয়া মনশেনগ্লাডবাখকে। ওই জয়ে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার শঙ্কা দূরে ঠেলে গ্রুপ সেরা হয়েই নকআউট পর্বে ওঠে তারা।
দলটির সামনে এবার পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ। আতলেতিকোর বিপক্ষে যা মোটেও সহজ হবে না। তবে মাঠের লড়াইয়ে আগের দিন সংবাদ সম্মেলনে প্রতিপক্ষকে এগিয়ে রাখলেন জিদান।

ছবি: রিয়াল মাদ্রিদ
“তারা সেটা মাঠে প্রমাণ করে চলেছে। তারা টেবিলের শীর্ষে এবং তারা বরাবরই প্রতিপক্ষ হিসেবে কঠিন। আমরা তাদের শক্তি সম্পর্কে ভালভাবে জানি।”
লিগে নিজেদের সবশেষ ম্যাচে গত সপ্তাহে সেভিয়ার মাঠ থেকে কোনোমতে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছিল রিয়াল। সব ম্যাচের মতো আতলেতিকোর বিপক্ষে ‘বড় ম্যাচ’ও জিততে চান ফরাসি কোচ।
“আমরা সব ম্যাচই জিততে চাই এবং বিশেষ করে এটি, কারণ এটা বড় ম্যাচ। গত মৌসুমে আমরা শিরোপা জিতেছিলাম, এবার তা ধরে রাখতে চাই। শেষ পর্যন্ত আমরা সেই চেষ্টা করে যাব।”
চোট কাটিয়ে মনশেনগ্লাডবাখের বিপক্ষে ম্যাচেই দলে ফিরেছেন রিয়াল অধিনায়ক
সের্হিও রামোস। ফেদে ভালভেরদে ও দানি কারভাহালও ফেরার খুব কাছে বলে জানালেন কোচ।
চোটের কারণে এখনও দলটির বাইরে আছেন আক্রমণভাগের তিন খেলোয়াড় এদেন আজার, লুকা ইয়োভিচ ও মারিয়ানো দিয়াস এবং মিডফিল্ডার মার্টিন ওডেগোর।
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
টিভিতে আজ
-
টেনিসে নতুন রেকর্ড গড়লেন ইসনার
-
ইন্টারে যোগ দিয়ে ক্যামেরুনের গোলরক্ষক ওনানার ‘স্বপ্নপূরণ’
-
দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে উইমেন’স ইউরো
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
-
অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
সর্বাধিক পঠিত
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- মুকুল বোস মারা গেছেন