ধর্ষণ মামলায় রবিনিয়োর শাস্তি বহাল

দলবেঁধে আলবেনিয়ার এক নারীকে ধর্ষণের দায়ে পাওয়া নয় বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেছিলেন রবিনিয়ো। কিন্তু ব্রাজিলের সাবেক ফরোয়ার্ডের আপিল খারিজ করে শাস্তি বহাল রেখেছে মিলানের আদালত।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2020, 11:13 AM
Updated : 11 Dec 2020, 11:28 AM

অভিযোগে বলা হয়, ২০১৩ সালে ইতালির সেরি আর দল এসি মিলানে খেলার সময় আরও পাঁচ জনের সঙ্গে রবিনিয়ো মিলানের একটি নাইটক্লাবে ২২ বছর বয়সী এক নারীকে যৌন নির্যাতন করেন। দোষী প্রমাণিত হওয়ায় ২০১৭ সালের নভেম্বরে নয় বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে।

২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত এসি মিলানের হয়ে খেলা রবিনিয়োর সুযোগ আছে ইতালির সর্বোচ্চ আদালতে আপিল করার।

৩৬ বছর বয়সী রবিনিয়ো বর্তমানে ব্রাজিলেই আছেন। দেশটি তার নাগরিককে অন্য কোনো দেশে বিচারের জন্য ফেরত পাঠায় না। তবে দেশেই শাস্তির মুখোমুখি হতে পারেন রবিনিয়ো। কারণ, ইতালিতে সংগঠিত অপরাধ যদি ব্রাজিলেও অপরাধ হিসেবে গণ্য হয় সেক্ষেত্রে শাস্তি ভোগ করতে হয়।

ব্রাজিলের হয়ে ১০০ ম্যাচ খেলে ২৮ গোল করা রবিনিয়ো খেলেছেন রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটিতেও। গত ১০ অক্টোবর নিজ দেশের ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। কিন্তু ক্লাব সমর্থক ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর চাপে চুক্তি স্থগিত করে সান্তোস। তবে ক্লাবের ভাষ্য, রবিনিয়ো যেন ইতালিতে চলমান মামলায় ভালোভাবে মনোনিবেশ করতে পারেন এর জন্য চুক্তি স্থগিত করা হয়েছে।