চলে গেলেন ইতালিয়ান রূপকথার নায়ক রস্সি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Dec 2020 11:38 AM BdST Updated: 10 Dec 2020 05:15 PM BdST
-
পাওলো রস্সি (১৯৫৬-২০২০)।
-
১৯৮২ বিশ্বকাপ ফাইনালে রস্সির গোল।
দিয়েগো মারাদোনা ও আলেহান্দ্রো সাবেইয়ার মৃত্যু শোকের রেশ কাটতে না কাটতেই ফুটবলের জগত নাড়িয়ে দিল আরেকজনের চলে যাওয়ার খবর। ইতালির ১৯৮২ বিশ্বকাপ জয়ের নায়ক, সর্বকালের সেরা ফরোয়ার্ডদের একজন বলে বিবেচিত পাওলো রস্সি আর নেই। ৬৪ বছর বয়সে মারা গেছেন এই কিংবদন্তি।
মৃত্যুর আগ পর্যন্ত আরএআই স্পোর্ত-এ ফুটবল বিশেষজ্ঞ হিসেবে কাজ করছিলেন রস্সি। ইতালিয়ান এই টিভি চ্যানেলটিই বৃহস্পতিবার নিশ্চিত করেছে তার মৃত্যুর খবর। পরে রস্সির স্ত্রী টুইটারে দুজনের একটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেন, “ফরএভার।”
রস্সির মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে আরএআই স্পোর্ত জানায় ‘অনারোগ্য রোগ’ কেড়ে নিয়েছে তাকে।
বিশ্বকাপ জয়ের পাশাপাশি ইউভেন্তুসের হয়ে দুটি সিরি আ, একটি করে ইউরোপিয়ান কাপ, কোপা ইতালিয়া ও উয়েফা সুপার কাপ জেতেন রস্সি। তবে ফুটবলে তিনি অমর হয়ে থাকবেন ১৯৮২ বিশ্বকাপে অভাবনীয় পারফরম্যান্সের জন্য।
স্পেনে অনুষ্ঠিত ওই বিশ্বকাপে রস্সির খেলারই কথা ছিল না। ম্যাচ পাতানোয় জড়িত থাকার অভিযোগে ১৯৮০ সালে ৩ বছরের জন্য নিষিদ্ধ করা হয় তাকে। তিনি অবশ্য বরাবরই সেই অভিযোগ অস্বীকার করে বলেছেন, অবিচারের শিকার হয়েছিলেন। সেই নিষেধাজ্ঞা পরে দুই বছরে কমিয়ে আনা হলে বিশ্বকাপে যাওয়ার সুযোগ মেলে তার।
তাকে বিশ্বকাপ দলে নেওয়ার পর ইতালিয়ান সংবাদমাধ্যমে তীব্র সমালোচনা হয় যে, তার ফিটনেস ও সার্বিক অবস্থা মাঠে নামার মতো অবস্থায় নেই। কিন্তু সেই রস্সিই জন্ম দেন বিশ্বকাপ ইতিহাসের সেরা পারফরম্যান্সগুলোর একটি।

১৯৮২ বিশ্বকাপ ফাইনালে রস্সির গোল।
এখানেই অসাধারণ এক হ্যাটট্রিক করে ব্রাজিলকে বিদায় করে দেন রস্সি। জিকো-সক্রেতিস-ফালকাওয়ের ওই ব্রাজিল দলকে অনেকেই মনে করেন ফুটবল ইতিহাসের সেরা দল। রস্সির সেই ম্যাচের পারফরম্যান্স এখনও জায়গা পায় বিশ্বকাপ ইতিহাসের সেরা পারফরম্যান্সগুলোর ছোট্ট তালিকায়।
এরপর সেমি-ফাইনালে পোলান্ডের বিপক্ষে রস্সি উপহার দেন জোড়া গোল। ফাইনালেও পশ্চিম জার্মানির বিপক্ষে দলের ৩-১ ব্যবধানের জয়ে প্রথম গোল করেন রস্সি। ১৯৩৮ বিশ্বকাপের পর প্রথম শিরোপার স্বাদ পায় ইতালি।
বিশ্বকাপে সেবার গোল্ডেন বুট ও গোল্ডেন বল জেতেন তিনি। সে বছর জিতে নেন ব্যালন ডি’অর ও ওয়ার্ল্ড সকারের বর্ষসেরা ফুটবলারের সম্মানও।
১৯৭৮ বিশ্বকাপেও রস্সি ৩ গোল করেছিলেন। ইতালি হয়েছিল চতুর্থ। বিশ্বকাপে তার মোট ৯ গোল এখনও ইতালির হয়ে যৌথভাবে সবচেয়ে বেশি গোলের রেকর্ড।
জাতীয় দলের জার্সিতে তিনি শেষ ম্যাচ খেলেন ১৯৮৬ সালে। ক্লাব ফুটবল ক্যারিয়ারের পুরোটাই কাটিয়েছেন ইতালিতে। ইউভেন্তুসের হয়ে শিরোপা জিতলেও তার সেরা গোল স্কোরিং ফর্ম দেখা গেছে ভিসেনজায়। খেলেছেন এসি মিলানেও। অবসরের পর ফুটবল বিশেষজ্ঞ হিসেবে কাজ করে আসছিলেন বিভিন্ন সংবাদমাধ্যমে।
রস্সির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর জার্মানির ১৯৯০ বিশ্বকাপজয়ী তারকা ইয়ুর্গেন ক্লিন্সমানের টুইটে ফুটে উঠেছে যেন ফুটবল বিশ্বের সবার কথা, “প্রিয় পাবলিতো, আমরা তোমাকে সবসময় মনে রাখব।”
-
‘রোল মডেল’ আনচেলত্তিকে হারাতে চান ক্লপ
-
ছিটকে গেলেন চোট পাওয়া কিংসের ৪ জনই
-
নতুন চোটে ক্যারিয়ার শেষ ইব্রাহিমোভিচের?
-
সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
-
কাবরেরার প্রতিশ্রুতিতে ‘ফ্যান্টাস্টিক’ কিছু নেই
-
রিয়ালের সঙ্গে হিসাব চুকাতে চান সালাহ
-
বড় ব্যবধানে হেরে বাংলাদেশের সেমি-ফাইনালের আশা শেষ
-
৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- দেখিয়ে দিতে চান আজার
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস