হারের দায় খেলোয়াড়দের দিলেন গ্রিজমান

ইউভেন্তুসের বিপক্ষে হারের জন্য নিজেদেরই কাঠগড়ায় তুলছেন অঁতোয়ান গ্রিজমান। ফরাসি এই ফরোয়ার্ড মনে করেন, কাম্প নউয়ে নিজেদের ঠিকঠাক মেলে ধরতে পারেননি বার্সেলোনার খেলোয়াড়রা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2020, 11:41 AM
Updated : 9 Dec 2020, 12:02 PM

চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্তুসের বিপক্ষে ৩-০ গোলে হেরে দুই নম্বরে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে বার্সেলোনা। আগেই শেষ ষোলো নিশ্চিত করা দুই দলের খেলায় পেনাল্টি থেকে জোড়া গোল করেন রোনালদো, অন্যটি ওয়েস্টন ম্যাককেনির।

আসরে প্রথম হারের তেতো স্বাদ পাওয়ার পর মুভিস্টারকে এক প্রতিক্রিয়ায় গ্রিজমান জানান, প্রথমার্ধে নিজেদের একদমই মেলে ধরতে পারেননি তারা।

“আমরা খেলোয়াড়রাই মাঠে খেলি, তাই দায় আমাদেরই নিতে হবে। আমরা আজ নিজেদের ব্যর্থ রূপে তুলে ধরেছি। ভক্তদের জন্য আমাদের খারাপ লাগছে। প্রথমার্ধে নিজেদের আমরা মেলে ধরতে পারিনি।”

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দ্বিতীয় হারের স্বাদ পেল বার্সেলোনা। ইউভেন্তুসের আগে লা লিগায় কাদিসের বিপক্ষে হেরেছিল রোনাল্ড কুমানের দল।

আরও পড়ুন