শঙ্কা দূরে ঠেলে মাঠে গড়াবে পিএসজি ম্যাচ

অপ্রত্যাশিত ঘটনায় ভেস্তে যেতে বসা পিএসজি-ইস্তানবুল বাসাকসেহির ম্যাচটি আবারও মাঠে গড়াতে যাচ্ছে। বুধবার বাংলাদেশ সময় রাত ১১টা ৫৫ মিনিটে শুরু হবে আগের দিনের লড়াইটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2020, 11:10 AM
Updated : 9 Dec 2020, 06:11 PM

পিএসজির নকআউট পর্বে ওঠার মঙ্গলবারের ম্যাচটি জমজমাট লড়াইয়ের আভাস জাগিয়েছিল। কিন্তু ১৪ মিনিট খেলা হওয়ার পর অপ্রত্যাশিত কারণে বন্ধ হয়ে যায় সেটি। দলের এক স্টাফের উদ্দেশ্যে চতুর্থ ম্যাচ অফিসিয়ালের বর্ণবাদী মন্তব্যের অভিযোগ তুলে তুরস্কের দলটি মাঠ ছেড়ে গেলে পণ্ড হয়ে যাওয়ার শঙ্কা জাগে।

টাচলাইনে দাঁড়িয়ে তর্ক করায় তুরস্কের দলটির সহকারী কোচ পিয়েরে ওয়েবোকে লাল কার্ড দেখান রেফারি। এতে উত্তপ্ত হয়ে ওঠে মাঠ। বর্ণবাদের অভিযোগ তোলেন ক্যামেরুনের সাবেক স্ট্রাইকার ওয়েবো। সুর মেলান বাসাকসেহিরের অন্য স্টাফ ও খেলোয়াড়রা।

বিসিবি জানায়, চতুর্থ অফিসিয়ালের বিরুদ্ধে বর্ণবাদী ভাষা ব্যবহারের অভিযোগ তোলা হয়েছে বলে তাদের মনে হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে দুই দলের প্রধান কোচের সঙ্গে কথা বলেন রেফারি। লম্বা সময় ধরে আলোচনায় সমাধান না মেলায় রেফারিকে গালগাল দিতে দিতে মাঠ ছাড়েন বাসাকসেহিরের খেলোয়াড়রা। খানিক পর মাঠ ছাড়েন পিএসজির খেলোয়াড়রাও।

খানিক পর ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানায়, এই ঘটনায় সাময়িক স্থগিত হয়ে আছে ম্যাচ। কয়েকটি গণমাধ্যমে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যাওয়ার খবরও আসে। তবে পিএসজি তাদের টুইটারে জানিয়েছে, বুধবার আবারও হতে যাচ্ছে ম্যাচটি।

ম্যাচটি ফিরলেও এর সম্ভাব্য ফল নিয়ে উত্তেজনা অনেকটাই শেষ হয়ে গেছে। মঙ্গলবার রাতেই লাইপজিগের বিপক্ষে ৩-২ গোলে হেরে ছিটকে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফলে শেষ রাউন্ড শেষের আগেই শেষ ষোলোয় উঠেছে পিএসজি। তবে তাদের সামনে এখনও গ্রুপ সেরা হওয়ার সম্ভাবনা বেঁচে আছে।