কাম্প নউয়ে জিতে বের্নাবেউয়ের দুঃখ ভুলছেন বুফ্ফন
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Dec 2020 05:05 PM BdST Updated: 09 Dec 2020 06:04 PM BdST
বার্সেলোনাকে হারিয়ে বদলা নেওয়ার সঙ্গে নিশ্চিত হয়েছে গ্রুপ শ্রেষ্ঠত্ব। কাম্প নউয়ের এই জয়ে জানলুইজি বুফ্ফন ভুলেছেন আরেক দুঃখ। রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেবার জিতেও বিদায় নিয়েছিল ইউভেন্তুস, লাল কার্ড দেখেছিলেন বুফ্ফন।
কাম্প নউয়ে মঙ্গলবার বার্সেলোনাকে ৩-০ গোলে হারায় ইউভেন্তুস। প্রথম দেখায় ২-০ গোলে হেরেছিল তারা। পেনাল্টি থেকে জোড়া গোল করেন রোনালদো, অন্য গোলটি ওয়েস্টন ম্যাককেনির।
ম্যাচ শেষে স্কাই স্পোর্ত ইতালিয়াকে বুফ্ফন জানান, ধারাবাহিকতা ফিরে পেতে এমন একটা জয়ের দিকে তাকিয়ে ছিলেন তারা।
শঙ্কা দূরে ঠেলে মাঠে গড়াবে পিএসজি ম্যাচ
পুরনো প্রতিদ্বন্দ্বী মেসিকে ছাপিয়ে রোনালদো
“এটা আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। আমাদের খাটো করে দেখা যাবে না। আমরা এখানে আন্ডারডগ হিসেবে এসেছিলাম এবং ২-০ গোলের ব্যবধান ঘুচিয়ে ৩-০ গোলে জিতে ফিরছি। এটা অসাধারণ।”
“আমি ভাগ্যে বিশ্বাস করি। আমি মনে করি, এটা এমনি এমনি হয়ে যায়নি। আমি বিশ্বাস করি, জীবন সব কিছুই পুষিয়ে দেয়। শেষবার আমরা মাদ্রিদে ৩-০ গোলে জেতার পথে ছিলাম। শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয় ৩-১ স্কোরলাইনে।”
২০১৭-১৮ মৌসুমের শেষ ষোলোর ম্যাচে প্রথম পর্বে ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে ৩-০ গোলে হারে ইউভেন্তুস। ফিরতি পর্বে ৩-০ ব্যবধানে জেতার পথে ছিল ইতালিয়ান চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত ম্যাচের যোগ করা সময়ে রোনালদোর সফল স্পট কিকে ৪-৩ অগ্রগামিতায় পরের রাউন্ডে যায় রিয়াল।
রক্ষণের ভুলের সমালোচনায় বার্সা গোলরক্ষক
মেসিকে প্রতিদ্বন্দ্বী ভাবেন না রোনালদো
রোনালদোর জোড়া গোলে বার্সাকে উড়িয়ে দিল ইউভেন্তুস
বার্সেলোনার বিপক্ষে গোল পোস্টের নিচে উজ্জ্বল ছিলেন বুফ্ফন। আগামী মাসে ৪৩-এ পা দিতে যাওয়া এই গোলরক্ষক ব্যর্থ করে দেন গোলের লক্ষ্যে থাকা লিওনেল মেসির অনেক প্রচেষ্টা।
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
-
উইম্বলডনকে জরিমানা
-
চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
-
কক্সবাজারে টেকনিক্যাল সেন্টারের জন্য জায়গা পেল বাফুফে
-
ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে
-
২ হাজার খুদে দাবাড়ু নিয়ে স্কুল দাবা
-
মুক্তিযোদ্ধা সংসদকে গোলে ভাসাল রহমতগঞ্জ
-
লিডস থেকে ম্যানসিটিতে ফিলিপস
সর্বাধিক পঠিত
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ
- পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় প্রথম সফর প্রধানমন্ত্রীর
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে