অসীমের পথে মারাদোনার সতীর্থ সাবেইয়াও

দীর্ঘদিন ধরে ক্যান্সার ও হৃদরোগের সমস্যায় ভুগে বিদায় নিলেন আর্জেন্টিনার সাবেক কোচ আলেহান্দ্রো সাবেইয়া। তার কোচিংয়েই ২০১৪ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2020, 09:40 PM
Updated : 8 Dec 2020, 10:36 PM

সাবেক সতীর্থ দিয়োগো মারাদোনার মৃত্যুর দুই সপ্তাহের মধ্যে পৃথিবার মায়া ত্যাগ করলেন সাবেইয়া। ৬০ বছর বয়সে গত ২৫ নভেম্বর কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান ১৯৮৬ সালে একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো মারাদোনা।

শেষ কয়েক সপ্তাহে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাবেইয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

১৯৮০’র দশকের মিডফিল্ডার সাবেইয়া দেশের হয়ে খেলেন আটটি ম্যাচ। খেলোয়াড়ী জীবনকে বিদায় বলার পর কোচিং ক্যারিয়ারে পা রাখা সাবেইয়া ২০১১ সালে দায়িত্ব নেন আর্জেন্টিনা জাতীয় দলের। তার কোচিংয়ে ব্রাজিল বিশ্বকাপে জেগেছিল দেশটির তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন। কিন্তু ফাইনালে জার্মানির বিপক্ষে শেষ মুহূর্তের গোলে স্বপ্ন ভাঙে দলটির।