‘রোনালদো সত্যিকারের অ্যাথলেট আর মেসি এলিয়েন’

লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো- দুজনকেই ক্লাব সতীর্থ হিসাবে পেয়েছেন মিরালেম পিয়ানিচ। খুব কাছ থেকে দেখা সেই অভিজ্ঞতার নিক্তিতে সময়ের দুই সেরা ফুটবলারকে আসন্ন দ্বৈরথের আগে মাপলেন বার্সেলোনার এই মিডফিল্ডার। তার মতে, রোনালদো হলেন একজন সত্যিকারের অ্যাথলেট, আর মেসি ভিন গ্রহের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2020, 12:06 PM
Updated : 8 Dec 2020, 12:10 PM

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ সেরার লড়াইয়ে মঙ্গলবার কাম্প নউয়ে মুখোমুখি হবে বার্সেলোনা ও ইউভেন্তুস। ২০১৮ সালে রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর এই প্রথম মুখোমুখি হতে যাচ্ছেন মেসি-রোনালদো।

ম্যাচের আগের দিন সোমবার ইউটিউব চ্যানেল মুন্দো মালদিনিতে দেওয়া সাক্ষাৎকারে বর্তমান ও সাবেক সতীর্থকে নিয়ে কথা বলেন বসনিয়া ও হার্জেগোভিনার মিডফিল্ডার পিয়ানিচ।

“সময়ের সঙ্গে আমরা এই বিশ বছরে এই দুই খেলোয়াড় কী অর্জন করেছে তা মূল্যায়ন করতে সক্ষম হব। তারা অবিশ্বাস্য।”

“ব্যক্তি ও ফুটবলার হিসেবে রোনালদো অসাধারণ। সে একজন সত্যিকারের অ্যাথলেট যে সবসময় সব দিকে খেয়াল রাখে…আর মেসি একটা এলিয়েন। সে একজন সত্যিকারের ফেনোমেনোন, বল নিয়ে সে যা খুশি তাই করতে সক্ষম।”

দুইজন মিলে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন ১১বার- ছয়বার মেসি, পাঁচবার রোনালদো। আসন্ন দ্বৈরথ সামনে রেখে মেসিকে খুব মনোযোগী দেখছেন বলেও জানালেন পিয়ানিচ।

“এখন মেসিকে দেখছি খুবই মনোযোগী এবং অনুপ্রাণিত। ইউভেন্তুস ম্যাচে অবশ্যই আমাদের তাকে সাহায্য করতে হবে।”