রক্ষণ নিয়ে দুঃশ্চিন্তা বাড়ল বায়ার্নের

রক্ষণ নিয়ে ভোগান্তিতে থাকা বায়ার্ন মিউনিখ ধাক্কা খেল আরেকটি। ঊরুর মাংশপেশিতে চোট পেয়ে ছিটকে গেছেন দলটির ডিফেন্সিভ মিডফিল্ডার হাভি মার্তিনেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2020, 12:08 PM
Updated : 7 Dec 2020, 12:48 PM

বুন্ডেসলিগায় শনিবার ঘরের মাঠে লাইপজিগের বিপক্ষে ৩-৩ ড্র ম্যাচে এই স্প্যানিয়ার্ড বাঁ পায়ে চোট পান বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে বায়ার্ন। তার সেরে উঠতে কতদিন লাগতে পারে, তা জানানো হয়নি।

তবে রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এ বছর আর মাঠে ফেরার আশা নেই ৩২ বছর বয়সী এই অভিজ্ঞ ফুটবলারের।

মৌসুমের শুরু থেকে গতবারের ট্রেবলজয়ী দলটির রক্ষণভাগের দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। লিগে ১০ ম্যাচে তারা গোল হজম করেছে ১৬টি।

লাইপজিগ ম্যাচে চোট পেয়েছেন ডিফেন্ডার জেরোমে বোয়াটেংও। বাজে ফর্মের কারণে সম্প্রতি বেঞ্চে সময় কাটাচ্ছেন আরেক জার্মান ডিফেন্ডার নিকলাস সুলে।

লিগে বায়ার লেভারকুজেনের চেয়ে ১ পয়েন্টে এগিয়ে তালিকার শীর্ষে আছে সবশেষ তিন ম্যাচের একটিতে জেতা বায়ার্ন।

তবে চ্যাম্পিয়ন্স লিগে ছন্দে আছে গত মৌসুমে পাঁচ শিরোপা জেতা হান্স ফ্লিকের দল। প্রতিযোগিতায় আগেই নকআউট পর্ব নিশ্চিত করা দলটি বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবে লোকোমোতিভ মস্কোর বিপক্ষে।