আর্সেনালকে হারিয়ে শীর্ষে টটেনহ্যাম
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Dec 2020 12:24 AM BdST Updated: 07 Dec 2020 12:38 AM BdST
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের বাজে সময় চলছেই। তাদের হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে টটেনহ্যাম হটস্পার।
নিজেদের মাঠে রোববার ২-০ গোলে জিতেছে জোসে মরিনিয়োর দল। সন-হিয়ুং মিন দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান হ্যারি কেইন।
লিগে শেষ সাত ম্যাচের পাঁচটিতেই হারল আর্সেনাল। গত রাউন্ডে ঘরের মাঠে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল মিকেল আর্তেতার দল।
আর্সেনাল শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও তাদের আক্রমণে ছিল না তেমন ধার। প্রতি-আক্রমণে ত্রয়োদশ মিনিটে সনের চমৎকার এক গোলে এগিয়ে যায় টটেনহ্যাম।
নিজেদের অর্ধ থেকে কেইনের বাড়ানো বল ধরে বাঁ দিক দিয়ে এগিয়ে যান সন। ডিফেন্ডারদের প্রতিরোধের সুযোগ না দিয়ে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে ওপরের কোণা দিয়ে ঠিকানা খুঁজে নেন দক্ষিণ কোরিয়ার এই ফরোয়ার্ড।

পেশাদার ক্যারিয়ারে জাতীয় দল ও ক্লাব মিলে এটা কেইনের ২৫০তম গোল।
প্রথমার্ধে সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি আর্সেনাল। এই সময়ে লক্ষ্যে একটি শটও নিতে পারেনি তারা। ৬৮তম মিনিটে প্রথম ভালো সুযোগটি পায় সফরকারীরা। তবে এক্তর বেইয়েরিনের ক্রসে আলেকসঁদ লাকাজেতের হেড ঝাঁপিয়ে ফেরান টটেনহ্যাম গোলরক্ষক উগো লরিস।
বাকি সময়ে আরও কয়েকবার আক্রমণে উঠলেও টটেনহ্যামের রক্ষণ ভাঙতে পারেনি আর্সেনাল।
১১ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে টটেনহ্যামের ২৪ পয়েন্ট। ২২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে চেলসি। ষষ্ঠ হারের স্বাদ পাওয়া আর্সেনাল ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চদশ স্থানে আছে।
-
লিগে হেরে চ্যাম্পিয়ন্স লিগের আকাঙ্ক্ষা বেড়ে গেছে লিভারপুলের
-
এশিয়া কাপ হকি: ভালো শুরুর পর বড় হার বাংলাদেশের
-
স্বপ্নের মৌসুমে বেনজেমার হাতে ‘পিচিচি ট্রফি’
-
কাম্প নউয়ে হেরে মৌসুম শেষ বার্সেলোনার
-
টিভিতে আজ
-
চ্যাম্পিয়ন হয়ে গুয়ার্দিওলা বললেন ‘আমরা কিংবদন্তি’
-
শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
-
১১ বছর পর সেরি আ চ্যাম্পিয়ন এসি মিলান
সর্বাধিক পঠিত
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- লিটনের সেঞ্চুরি, দুইশ ছাড়িয়ে জুটি
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
- দণ্ড নিয়ে হাজি সেলিম কারাগারে, এমপি পদের কী হবে?
- মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
- ‘মুজিব’ চলচ্চিত্রের বাজেট ৮৩ কোটি টাকা: বিএফডিসি
- আফগানিস্তানকে ১ কোটি টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ