বিশাল জয়ে বসুন্ধরা কিংসের শিরোপা উৎসব

শিরোপা ঘরে তুলতে দরকার ছিল এক পয়েন্ট। তবে, জামালপুর কাচারিপাড়া একাদশকে উড়িয়ে দিয়েই এক ম্যাচ হাতে রেখে মেয়েদের লিগে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2020, 11:23 AM
Updated : 6 Dec 2020, 11:43 AM

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রোববার জামালপুরকে ১৩-১ গোলে উড়িয়ে দেয় বসুন্ধরা কিংস। ১১ ম্যাচের সবগুলো জিতে ৩৩ পয়েন্ট নিয়ে লিগের মুকুট জিতেছে তারা।

কিংসের দাপুটে জয়ে যথারীতি আলো ছড়িয়েছেন সাবিনা খাতুন; পাঁচ গোল উপহার দিয়েছেন অধিনায়ক। জোড়া গোল করেন তহুরা খাতুন ও সিরাত জাহান স্বপ্না। শিউলি আজিম, মারিয়া মান্ডা ও নার্গিস একটি করে গোল দেন।

জামালপুরের আশা অষ্টম মিনিটে আত্মঘাতী গোল করেন। ৭০তম মিনিটে দলের হয়ে ব্যবধান কমানো একমাত্র গোলটিও তার।

প্রথমার্ধেই সাবিনা পাঁচবার প্রতিপক্ষের জালে গোল উৎসব করেন। ৮-০ গোলে এগিয়ে বিরতিতে যায় বসুন্ধরা কিংস। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান স্বপ্না, তহুরা ও শিউলি।

চলতি লিগে এখন পর্যন্ত ৩৩ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছে সাবিনা। ১৯ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারই ক্লাব সতীর্থ কৃষ্ণা রানি সরকার।

লিগের শুরু থেকে টেবিলে বসুন্ধরা কিংসের পেছনে ছোটা নাসরিন একাডেমি ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।