মুক্তিযোদ্ধা সংসদের পাশে থাকার আশ্বাস

আর্থিক সংকটের মুখে থাকা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেশাদার লিগ কমিটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2020, 01:22 PM
Updated : 5 Dec 2020, 01:37 PM

সেই সঙ্গে তিন দিন পিছিয়ে ফেডারেশন কাপ শুরুর নতুন তারিখ জানানো হয়েছে। বাফুফে ভবনে শনিবার লিগ কমিটির বৈঠকে আগামী ২২ ডিসেম্বর ফেডারেশন কাপ দিয়ে নতুন মৌসুম শুরুর সিদ্ধান্ত হয়। আগের সূচিতে প্রতিযোগিতাটি ১৯ ডিসেম্বর শুরুর কথা ছিল।

মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের আর্থিক সংকটের খবর কদিন ধরে রয়েছে আলোচনায়। বৈঠকে দলটিকে সহযোগিতার আশ্বাস দেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী।

“যে ১৩টি দল প্রিমিয়ার লিগে খেলেছে, তাদের মধ্যে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের প্রতিনিধি তাদের ক্লাবের অংশগ্রহণ না করার ব্যাপারে তাদের বক্তব্য তুলে ধরেছে। তিনি বলেছেন-ক্লাব ম্যানেজমেন্ট এ মুহূর্তে কোনো টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত নয়। তবে তারা যেন প্রতিযোগিতায় অংশ নিতে পারে, এজন্য সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস আমরা দিয়েছি।”

প্রিমিয়ার লিগের ভেন্যুও মোটামুটি নিশ্চিত হয়েছে। করোনাভাইরাসের ‘দ্বিতীয় ঢেউ’-এর কথা ভেবে কিছু ভেন্যুর ব্যাপারে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি বলে জানান মুর্শেদী।

“এর আগে ফেডারেশন কাপ ১৯ ডিসেম্বরে শুরুর কথা আমরা আপনাদের জানিয়েছিলাম। কিন্তু জাতীয় দল, ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে সার্বিক বিষয় আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি ২২ ডিসেম্বর ফেডারেশন কাপের খেলা শুরু হবে।”

“পেশাদার লিগের মাঠগুলো পরিদর্শন করেছি। ৮টি মাঠ। যেখানে আমরা ম্যাচগুলো খেলব, সেগুলোর একটা সংক্ষিপ্ত তালিকা করেছি। এর মধ্যে আর্মি স্টেডিয়াম, নরসিংদী, টঙ্গী আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়াম, কুমিল্লা স্টেডিয়াম এগুলো নির্ধারিত হয়েছে। এছাড়া গোপালগঞ্জও আছে, কিন্তু যেহেতু কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ আসছে, তো এই শীতে কি অবস্থা দাঁড়াবে, সেটা দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নিব। লিগ খেলতে গিয়ে ক্লাবগুলোর সেখানে গিয়ে থাকা, খাওয়া, যোগাযোগ যথাযথ হবে কি-না, সেটা দেখা হবে।”

কদিন আগে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন সাবেক খেলোয়াড় বাদল রায়। মোহামেডান স্পোর্টিং ক্লাবে বাদলের সতীর্থ ছিলেন মুর্শেদী। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনা। বাদল-মারাদোনার মৃত্যুতে শোক প্রস্তাব পাস হয়েছে লিগ কমিটির সভায়।