নারী ফেডারেশন কাপ হ্যান্ডবলে সেরা আনসার

প্রথমার্ধে দুই দলের লড়াই বেশ জমেছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে আর পেরে ওঠেনি পুলিশ হ্যান্ডবল দল। তাদের হারিয়ে মেয়েদের প্রথম ফেডারেশন কাপ হ্যান্ডবলে সেরা হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2020, 11:55 AM
Updated : 5 Dec 2020, 11:55 AM

শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শনিবার পুলিশকে ৩১-২৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আনসার। প্রথমার্ধে ১৬-১৩ ব্যবধানে এগিয়ে ছিল তারা।

আনসারের জয়ে খাদিজা ৬ গোল করেন। ফাইনালে সর্বোচ্চ ৭ গোল করেও শিরোপার হাসি হাসতে পারেননি পুলিশের খালেদা।

প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছে রানার্সআপ পুলিশ দলের রুবিনা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ৮ দল নিয়ে এই আসরের আয়োজন করেছিল বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন- বাংলাদেশ আনসার, পুলিশ হ্যান্ডবল ক্লাব, জামালপুর স্পোর্টস একাডেমি, তেতুলিয়া উপজেলা ক্রীড়া সংস্থা, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা, যশোর জেলা ক্রীড়া সংস্থা, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা ও হ্যান্ডবল ট্রেনিং সেন্টার।