মেসিকে বেচে দিতাম তা বলিনি: বার্সা সভাপতি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Dec 2020 05:52 PM BdST Updated: 05 Dec 2020 05:52 PM BdST
লিওনেল মেসিকে নিয়ে ক্লাব সভাপতির মন্তব্য এবং কোচের পাল্টা মন্তব্যে বার্সেলোনায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ‘মেসিকে বিক্রি করে দেওয়া উচিত ছিল বার্সেলোনার’-সভাপতি কার্লেস তুসকেতসের এমন কথা ভালোভাবে নেননি কোচ রোনাল্ড কুমান। সংবাদ সম্মেলনে তিনি অসন্তোষ প্রকাশের পর তুসকেতস জানালেন, কথাটা মোটেও ওভাবে বলেননি তিনি।
ভারপ্রাপ্ত এই সভাপতির দাবি, তার কথাটা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। সমস্যার সমাধানে প্রয়োজনে কোচ কুমানের সঙ্গে কথা বলবেন বলেও জানালেন তুসকেতস।
সম্প্রতি স্প্যানিশ রেডিও 'আরএসি-১'কে দেওয়া সাক্ষাৎকারে তুসকেতস বলেন, ক্লাবের আর্থিক অবস্থা বিবেচনায় গত গ্রীষ্মে আর্জেন্টাইন তারকাকে বিক্রি করে দেওয়া উচিত ছিল। তার কথার জের ধরেই লা লিগায় স্বাগতিক কাদিসের বিপক্ষে ম্যাচের আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন কুমান। তিনি বলেন, “ক্লাবের ভেতরের কেউ এমন কিছু বললে আমাদের জন্য ক্ষতি বয়ে আনে।”
কুমানের কথার প্রেক্ষিতে কাতালুনিয়া রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তুসকেতস বললেন, তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।
“মেসিকে আমি বিক্রি করতাম তা বলিনি, বলেছিলাম তাকে বিক্রি করলে আর্থিকভাবে ক্লাবের জন্য ভালো হতো। দরকার হলে কুমানকে আমি বোঝাব যে, আমার কথা ভুলভাবে অনুবাদ করা হয়েছে।”
এই ঘটনায় বেশ শিক্ষা হয়েছে বলেও জানালেন এই ফুটবল সংগঠক।
“এটা নিশ্চিত, এখন থেকে গণমাধ্যমের সামনে আমি কম আসব।”
সর্বাধিক পঠিত
- এইচএসসির ফল প্রকাশ, সনদ বিতরণের ক্ষমতা পেল সব শিক্ষাবোর্ড
- প্রথম ফোনালাপেই পুতিনকে ‘সতর্ক’ করলেন বাইডেন
- কোভিড-১৯: নার্স রুনুর জয়বাংলা ধ্বনিতে বাংলাদেশে টিকাযজ্ঞ শুরু
- অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে চমক তানভির, টেস্টে স্টেকেটি
- রেকর্ড গড়া স্টার্লিংকে ছাপিয়ে নায়ক রশিদ
- ‘মেসি না খেললেই বার্সা জেতে’
- গোল উৎসব করে শীর্ষে ম্যানচেস্টার সিটি
- কোভিড-১৯: দেশে ২৪ ঘণ্টায় সুস্থের চেয়ে আক্রান্ত বেশি
- মিনিকেট চাল: এক ফাঁকির নাম
- মাহমুদউল্লাহর গাড়ি ‘চলছে, চলুক’