মারাদোনার নামে নাপোলির স্টেডিয়াম

আলোচনা চলছিল বেশ কদিন ধরে। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। নিজেদের স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে নাপোলি। এতদিন যে ভেন্যুর নাম ছিল সান পাওলো, এখন তা বদলে করা হয়েছে দিয়েগো আরমান্দো মারাদোনা স্টেডিয়াম।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2020, 09:46 AM
Updated : 5 Dec 2020, 10:15 AM

আর্জেন্টাইন কিংবদন্তির সম্মানে শুক্রবার এক বিবৃতিতে নিজেদের স্টেডিয়ামের নাম পরিবর্তনের ঘোষণা দেয় ইতালিয়ান সেরি আর দলটি। মারাদোনার হাত ধরে দলটি জিতেছিল দুটি সেরি আ ও একটি উয়েফা কাপ শিরোপা। এরপর আর শিরোপা জেতা হয়নি দলটির।

ছবি: নাপোলি

কার্ডিয়াক অ্যারেস্টে গত ২৫ নভেম্বর মারা যান ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত মারাদোনা।

১৯৮৬ বিশ্বকাপের মহানায়ক ১৯৮৪ সালে বার্সেলোনা থেকে যোগ দেন নাপোলিতে। সাত বছরে দলটির হয়ে করেন ১১৫ গোল।