বার্সাকে হারাতে কাদিস কোচের ভরসা গতি

রিয়াল মাদ্রিদকে হারানো কাদিস প্রস্তুত আরেকবার চমক দেখাতে। এবার দলটির লক্ষ্য বার্সেলোনা। কাম্প নউয়ের দলকে কীভাবে হারাতে চান, একটা আভাসও দিলেন দলটির কোচ আলভারো সেরভেরা। রোনাল্ড কুমানের দলের বিপক্ষে যে বলের দখল রেখে জেতা যাবে না, সে ব্যাপারে পরিষ্কার তিনি। তাই পরিকল্পনা আঁটছেন, গতিময় ফুটবলে মেসিদের হারানোর। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2020, 06:30 PM
Updated : 4 Dec 2020, 06:30 PM

লা লিগায় শনিবার ঘরের মাঠে বার্সেলোনার মুখোমুখি হবে কাদিস। এর আগের দিন সেরভেরা জানালেন, লং পাস নির্ভর গতিময় ফুটবল দিয়ে গোলের চেষ্টা করবেন তারা।

“আমরা জানি, বার্সেলোনা আমাদের চেয়ে এগিয়ে। তবে এটা একটা ফুটবল ম্যাচ। আর ফুটবলে অনেক সময়ই কম শক্তির দল জেতে।”

“বার্সেলোনার চেয়ে বলে বেশি স্পর্শ করার চেষ্টায় আমি যাব না। মাঠে ওদের যতটা সম্ভব ভোগানোর চেষ্টা করব আমরা। আর যখন আমাদের সামনে সুযোগ আসবে, আমরা সেটা নেওয়ার চেষ্টা করব।”

প্রথম পছন্দের কেবল একজন সেন্ট্রাল ডিফেন্ডার নিয়েও জমাট এক রক্ষণ গড়েছে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ তিন ম্যাচে অক্ষত রেখেছে জাল। কাদিস কোচ ভালো করেই জানেন, কাতালান ক্লাবটির রক্ষণে বাড়তি সময় নিলে গোল পাওয়ার পথ আরও কঠিন হয়ে যাবে।

“পাসিং ফুটবলে দিয়ে বার্সেলোনার বিপক্ষে গোল পাওয়া যাবে না। এটা হবে গতি দিয়ে। ফরোয়ার্ডদের লম্বা পাস দাও, এটাই হবে পরিকল্পনা।”

দুই জয় দিয়ে লা লিগা শুরুর পর হঠাৎ দিক হারিয়ে ফেলে বার্সেলোনা। তবে সম্প্রতি দলটির খেলায় মিলেছে উন্নতির আভাস। সেরভেরা মনে করছেন, ফরোয়ার্ডরা ছন্দে থাকায় বদলে গেছে দলটির খেলা।

“আমার দৃষ্টিতে বার্সেলোনা ওদের সেরা সময় কাটাচ্ছে। অনেক খেলোয়াড়ই ছন্দে রয়েছে। অঁতোয়ান গ্রিজমান, উসমান দেম্বেলে, মার্টিন ব্রাথওয়েটরা খুব ভালো ছন্দে আছে…এরপর আছে লিওনেল মেসি, যে কি না বিশ্বের সেরা।”

“ওসাসুনাকে চার গোল দিয়ে খেলতে আসছে বার্সেলোনা। সব কিছুর জন্য যথেষ্ট বিকল্প রয়েছে। আমার মতে, এই ধরনের খেলোয়াড়রা ম্যাচ জেতে। ওরা খুব ভালো, আর সেটা দলীয়ভাবে এবং ব্যক্তিগতভাবেও।”‌

বার্সেলোনার বিপক্ষে রক্ষণাত্মক ও আক্রমণাত্মক ফুটবলের একটা ভারসাম্যের সন্ধানে আছে কাদিস কোচ।

“ওরা যেখানটায় সবচেয়ে ভয়ঙ্কর সেই জায়গাটা আমাদের সামলাতে হবে। আমরা যদি ওদের কোনো ফরোয়ার্ডকে হারিয়ে ফেলি, সে গোল করার মতো জায়গায় চলে যাবে। আমরা ওদের তেমন জায়গায় বল পাঠানোটা থামানোর চেষ্টা করব। তবে এটা সহজ নয়।”

“যদি দেম্বেলে বা জর্দি আলবা একটা বিপজ্জনক পাস দিতে পারে কিংবা আমরা রক্ষণে গুটিয়ে থাকি, তাহলে ওদের আঘাত করতে পারব না। খুবই জটিল হবে…ওরা সহজেই মাঠের এমন জায়গায় বল পাঠাতে পারে যেটা আমাদের জন্য বিপজ্জনক প্রমাণিত হতে পারে।” 

১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে কাদিস। দুই ম্যাচ কম খেলা বার্সেলোনা ১৪ পয়েন্ট নিয়ে সাতে।