পরের বছরই মেসির সঙ্গে খেলতে চান নেইমার

দুইজনে এক সঙ্গে খেলেছেন চার বছর। বার্সেলোনা শিবিরে হয়ে উঠেছিলেন দারুণ সফল এক জুটি। সময়ের পথচলায় তারা এখন ভিন্ন ঠিকানায়। তবে সাবেক সতীর্থ লিওনেল মেসির সঙ্গে আবারও জুটি বাঁধতে মুখিয়ে আছেন পিএসজির নেইমার। সম্ভব হলে আগামী মৌসুমেই মেসির সঙ্গে মাঠ মাতাতে চান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2020, 10:14 AM
Updated : 3 Dec 2020, 10:14 AM

২০১৩ সালে বার্সেলোনায় যোগ দিয়ে সফল চারটি বছর কাটান নেইমার। সেই সময়ই মেসির সঙ্গে দারুণ সখ্যতা গড়ে ওঠে তার।

২০১৭ সালে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে প্যারিসে পা রাখেন নেইমার। শুরুতে সেখানে ভালো সময় না কাটলেও এখন বেশ ছন্দে আছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতেও দলের জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে পিএসজির ৩-১ ব্যবধানে জয়ে করেন জোড়া গোল।

তবে আবারও মেসির সঙ্গে খেলার ভীষণ ইচ্ছা নেইমারের। ম্যাচ শেষে ইএসপিএনকে সেটাই জানান তিনি।

“আমি যেটা সবচেয়ে বেশি চাই, তা হলো মেসির সঙ্গে আবার খেলা। আরও একবার তার সঙ্গে খেলাটা উপভোগ করতে চাই। অবশ্যই আমি তার সঙ্গে পরের বছরই খেলতে চাই। আমাদের এটা পরের মৌসুমেই করতে হবে।”

মেসির সঙ্গে খেলার জন্য তাকে নিজের পজিশনও ছেড়ে দিতে রাজি নেইমার, মজা করে বলেন তিনি।

“সে আমার জায়গায় খেলতে পারে। এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই।”

গত মৌসুমের শেষেই বার্সেলোনা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন মেসি। তবে ক্লাব তাকে ধরে রাখতে মরিয়া থাকায় শেষ পর্যন্ত ইচ্ছের বিরুদ্ধে কাম্প নউয়ে আর এক মৌসুম থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার।