ছেলেদের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম নারী রেফারি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2020 08:35 PM BdST Updated: 02 Dec 2020 08:35 PM BdST
দারুণ এক কীর্তি গড়তে যাচ্ছেন স্তেফানি ফ্রাপা। প্রথম নারী রেফারি হিসেবে পুরুষদের চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ পরিচালনা করবেন এই ফরাসি।
ইউরোপ সেরার প্রতিযোগিতায় ‘জি’ গ্রুপে বুধবার ইউভেন্তুস-দিনামো কিয়েভ ম্যাচে রেফারি হিসেবে দেখা যাবে তাকে। ইউভেন্তুসের মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়।
এই মাসে ৩৭ বছরে পা দিতে যাওয়া ফ্রাপার অর্জন নেহাত কম নয়। গত বছর প্রথম নারী হিসেবে পুরুষদের বড় কোনো ইউরোপিয়ান ম্যাচ পরিচালনা করেন তিনি। ইস্তানবুলে তার পরিচালনায় উয়েফা সুপার কাপে খেলেছিল দুই ইংলিশ ক্লাব লিভারপুল ও চেলসি।
গত বছরের জুলাইয়ে নিজ দেশে অনুষ্ঠিত মেয়েদের বিশ্বকাপ ফাইনালে যুক্তরাষ্ট্র-নেদারল্যান্ডস ম্যাচেও রেফারি ছিলেন ফ্রাপা। একই বছরের এপ্রিলে প্রথম নারী হিসেবে পরিচালনা করেন ফরাসি লিগ ওয়ানের ম্যাচ।
ইউরোপা লিগে রেফারি হিসেবে তার অভিষেক হয় গত অক্টোবরে লেস্টার সিটি ও লুহান্সকের ম্যাচ দিয়ে।
প্রথম নারী হিসেবে ইউরোপিয়ান ম্যাচ পরিচালনা করার কীর্তি অবশ্য সুইজারল্যান্ডের নিকোল পেতিগনাতের। ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত উয়েফা কাপ বাছাইপর্বের তিনটি ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি।
সর্বাধিক পঠিত
- বৃষ্টি নামবে, বাড়বে শীত
- ব্রিজবেন দুর্গ জয় করে ভারতের ইতিহাস
- সৌম্যকে জানানো হয়েছে ‘৪-৫ মাস আগে’
- অভিনেতা মুজিবুর রহমান দিলু আর নেই
- নেইমার-এমবাপেকে থাকতে অনুরোধ করবে না পিএসজি
- নিজের ফ্ল্যাট থেকে মডেল নাজের লাশ উদ্ধার
- প্রিয় ৩ নম্বর হারাচ্ছেন সাকিব
- লাল কার্ড পাওয়া মেসির পাশেই কোচ
- রাজশাহীতে ট্রাফিক সার্জেন্ট পিটুনিতে আহত
- মাশরাফির আওয়াজ একটাই ‘বাংলাদেশ’