বার্সার কেবল মেসি, রিয়ালের রামোস

২০২০ সালের বর্ষসেরা একাদশ নির্বাচনের জন্য নিজেদের ওয়েবসাইটে ফুটবল ভক্তদের ভোট নেওয়া শুরু করেছে উয়েফা, চলবে জানুয়ারি পর্যন্ত। ৫০ জন ফুটবলারের এই সংক্ষিপ্ত তালিকায় এবার বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ থেকে জায়গা পেয়েছেন কেবল একজন করে-লিওলেন মেসি ও সের্হিও রামোস। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2020, 06:33 PM
Updated : 1 Dec 2020, 06:33 PM

মঙ্গলবার প্রকাশিত এই তালিকায় আধিপত্য জার্মানির দল বায়ার্ন মিউনিখের। গতবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলটির ১০ ফুটবলার আছেন তালিকায়।

গোলরক্ষক আছেন পাঁচজন; ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরোয়ার্ড ১৫জন করে।

গত মৌসুমে শেষ ষোলো থেকে বিদায় নেয় রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল, কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে লা লিগার আরেক দল বার্সেলোনা।

প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলও বিদায় নেয় শেষ ষোলো থেকে। এই দল থেকে বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় আছেন আট ফুটবলার।

প্রিমিয়ার লিগ ও বুন্ডেসলিগা থেকে আছেন সর্বোচ্চ ১৫ জন করে।

বরাবরের মতো তালিকায় আছেন প্রতিযোগিতাটির রেকর্ড গোলদাতা ইউভেন্তুস তারকা ক্রিস্তিয়ানো রোনালদো।

জাতীয় দল বিবেচনায় নিলে তালিকায় সর্বোচ্চ ছয় জন জার্মানির।

সর্বকনিষ্ঠ হিসেবে এই দৌড়ে আছেন বায়ার্ন মিউনিখের আলফুঁস ডেভিস (২০)। সবচেয়ে বেশি বয়সী চেলসির চিয়াগো সিলভা (৩৬)।

২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত উয়েফা প্রতিযোগিতায় খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে করা হয়েছে এই তালিকা।