স্পট কিকে আমি সেরা: সিটি গোলরক্ষক
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Dec 2020 03:43 PM BdST Updated: 01 Dec 2020 03:43 PM BdST
স্পট কিক নেওয়ার প্রশ্নে ক্লাবে নিজেকে সেরা দাবি করেছেন ম্যানচেস্টার সিটির এদেরসন। এরপরও কোচ পেপ গুয়ার্দিওলা তাকে এই দায়িত্ব না দেওয়ায় আক্ষেপ ঝরল ব্রাজিলিয়ান গোলরক্ষকের কণ্ঠে।
গত মৌসুমের শুরু থেকে স্পট কিকে ভুগছে সিটি। ধারাবাহিকতা দেখাতে পারছেন না রাহিম স্টার্লিং, সের্হিও আগুয়েরো, ইলকাই গিনদোয়ান, গাব্রিয়েল জেসুস, কেভিন ডে ব্রুইনেরা। এই সময়ে এদের সবাই পেনাল্টিতে গোল মিস করেছেন।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় স্বাগতিক পোর্তোর মুখোমুখি হবে সিটি। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে পেনাল্টি নেওয়ার কাজে নিজেকে দলের মধ্যে সবচেয়ে সেরা দাবি করেন এদেরসন। পর্তুগিজ ক্লাব রিও আভেতে থাকাকালীন কিছু ফ্রি কিক নিয়েছিলেন বলেও জানান তিনি।
“আমি ফ্রি কিকের অনুশীলন করি না, তবে পেনাল্টির অনুশীলন করি।”
“আমি রিওতে খেলার সময় কিছু ফ্রি কিক নিয়েছিলাম। এটা আগের কথা এবং বর্তমানে আমাদের দলে ফ্রি কিক নেওয়ার মতো খুব ভালো ভালো খেলোয়াড় আছেন। পেনাল্টির ক্ষেত্রে, আমি সেরা, কিন্তু আমাকে এই দায়িত্ব দেওয়া হয় না।”
এদেরসনকে কেন এই সুযোগ দেন না তার ব্যাখ্যা ২০১৮ সালে দিয়েছিলেন গুয়ার্দিওলা।
“কারণ সে গোলরক্ষক। দলে আরও খেলোয়াড় আছেন যারা এটা নিতে পারে।”
চ্যাম্পিয়ন্স লিগের ‘সি’ গ্রুপ থেকে চার ম্যাচে শতভাগ জয়ে আগেই শেষ ষোলো নিশ্চিত করেছে গুয়ার্দিওলার দল।
সর্বাধিক পঠিত
- দশম ও দ্বাদশ শ্রেণিতে নিয়মিত ক্লাস, বাকিদের সপ্তাহে ১ দিন
- এলচেকে হারিয়ে তিনে বার্সা
- ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
- শেষ ম্যাচের একাদশে ‘অল্প পরিবর্তন’
- মেয়ার্সকে ফেরালেন মিরাজ
- টিকা আসার আগে যা বললেন বেক্সিমকো ফার্মার এমডি
- চট্টগ্রামে নৌকার প্রচারে রিয়াজ-তারিন-অপু-মাহিরা
- স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত ৪ ফেব্রুয়ারি পরিস্থিতি দেখে: শিক্ষামন্ত্রী
- ৩০ জানুয়ারি রাতে ইন্টারনেটের গতি হবে ধীর
- শেষ ওয়ানডেতেও অনেক চাওয়া বাংলাদেশের