মারাদোনার মৃত্যুর তদন্ত শুরু
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Nov 2020 12:23 AM BdST Updated: 30 Nov 2020 12:23 AM BdST
কদিন আগে পৃথিবীর মায়া ত্যাগ করে অসীমের পথে পাড়ি জমানো দিয়েগো মারাদোনার মৃত্যুর তদন্ত শুরু করেছে আর্জেন্টিনার বিচার বিভাগের কর্মকর্তারা। কিংবদন্তি এই ফুটবলারের ব্যক্তিগত চিকিৎসকের সম্পত্তি অনুসন্ধানের নির্দেশও দেওয়া হয়েছে বলে স্থানীয় এক প্রসিকিউটর অফিস জানিয়েছে।
কার্ডিয়াক অ্যারেস্টে গত বুধবার মারা যান ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে বিবেচিত মারাদোনা। রোববার প্রসিকিউটর অফিসের বিবৃতিতে বলা হয়েছে, বুয়েনস আইরেসের সান ইসিদ্রোর প্রসিকিউটররা এই অনুসন্ধানের অনুরোধ করেন এবং তাতে স্থানীয় বিচারকের স্বাক্ষর রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, তদন্তের জন্য শনিবার মারাদোনার নিকট আত্মীয়স্বজনসহ অন্যদের বক্তব্য গ্রহণ করা হয়। এর ভিত্তিতেই চিকিৎসক লিওপোলদো লুকের বাসা ও ক্লিনিকে অনুসন্ধান চালানো জরুরি বলে মনে হয়েছিল।
তবে কী কারণে তদন্তের অনুরোধ জানানো হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য দেয়নি প্রসিকিউটর অফিস।
মারাদোনার আইনজীবী মাতিয়াস মোরিয়া বৃহস্পতিবার বলেছিলেন, আর্জেন্টাইন কিংবদন্তির মৃত্যুর পূর্ণ তদন্তের জন্য বলবেন তিনি। তার দাবি, জরুরি সেবা দিতে বিলম্ব করা হয়েছিল।
“অ্যাম্বুলেন্স আসতে আধা ঘণ্টারও বেশি সময় লেগেছে, যা একটি অপরাধমূলক বোকামি”- বৃহস্পতিবার টুইট করেছিলেন মাতিয়াস।
সর্বাধিক পঠিত
- দশম ও দ্বাদশ শ্রেণিতে নিয়মিত ক্লাস, বাকিদের সপ্তাহে ১ দিন
- এলচেকে হারিয়ে তিনে বার্সা
- ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
- শেষ ম্যাচের একাদশে ‘অল্প পরিবর্তন’
- মেয়ার্সকে ফেরালেন মিরাজ
- টিকা আসার আগে যা বললেন বেক্সিমকো ফার্মার এমডি
- চট্টগ্রামে নৌকার প্রচারে রিয়াজ-তারিন-অপু-মাহিরা
- স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত ৪ ফেব্রুয়ারি পরিস্থিতি দেখে: শিক্ষামন্ত্রী
- ৩০ জানুয়ারি রাতে ইন্টারনেটের গতি হবে ধীর
- শেষ ওয়ানডেতেও অনেক চাওয়া বাংলাদেশের