জয়ে ফিরল বায়ার্ন

এক ম্যাচ পর বুন্ডেসলিগায় জয়ের পথে ফিরেছে বায়ার্ন মিউনিখ। স্টুটগার্টের বিপক্ষে শুরুর দিকে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত সহজেই জিতেছে টানা আটবারের চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2020, 04:46 PM
Updated : 28 Nov 2020, 04:46 PM

প্রতিপক্ষের মাঠে শনিবার স্থানীয় সময় বিকেলে ৩-১ গোলে জেতে বায়ার্ন। তঁগি কলিবালির গোলে পিছিয়ে পড়া বায়ার্ন সমতায় ফেরে কিংসলে কোমানের গোলে। এরপর রবের্ত লেভানদোভস্কি দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব্যবধান আরও বাড়ান দগলাস কস্তা।

লিগে টানা পাঁচ জয়ের পর গত সপ্তাহে ভার্ডার ব্রেমেনের বিপক্ষে ঘরের মাঠে ১-১ ড্র করেছিল বায়ার্ন।

ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো বায়ার্ন; কিন্তু আসরের সর্বোচ্চ গোলদাতা লেভানদোভস্কির হেড ক্রসবারে লাগে।

২০তম মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে এগিয়ে যায় স্টুটগার্ট। ডান দিক থেকে সতীর্থের ডি-বক্সে বাড়ানো নিচু ক্রসে প্রথম ছোঁয়ায় ঠিকানা খুঁজে নেন ফরাসি মিডফিল্ডার কলিবালি।

প্রথমার্ধের শেষ দিকে দুই গোল করে এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা।

৩৮তম মিনিটে টমাস মুলারের পাস পেয়ে ডি-বক্সে ঢুকে ডান পায়ের নিচু শটে সমতা টানেন কোমান। আর যোগ করা সময়ে ফরাসি এই মিডফিল্ডারের পাস ধরেই দলকে এগিয়ে নেন লেভানদোভস্কি। আসরে এটা তার দ্বাদশ গোল।

৮৭তম মিনিটে ব্যবধান বাড়িয়ে জয় অনেকটাই নিশ্চিত করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কস্তা।

৯ ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন।

আর্মিনিয়াকে ২-১ গোলে হারানো লাইপজিগ ২০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

আরেক ম্যাচে কোলনের বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে বরুশিয়া ডর্টমুন্ড। ১৮ পয়েন্ট নিয়ে তারা আছে দুই নম্বরে।