ভালো না খেললে বেসবল ব্যাট দিয়ে পেটানোর হুমকি!
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Nov 2020 06:22 PM BdST Updated: 28 Nov 2020 08:32 PM BdST
সেরি আয় ইন্টার মিলানের সময় খুব একটা ভালো যাচ্ছে না। চ্যাম্পিয়ন্স লিগেও শেষ দুই ম্যাচে হার। দলের ব্যর্থতা আর কত সহ্য করা যায়? সমর্থকরা তাই অনুশীলন মাঠে ব্যানার টাঙিয়ে দিয়েছে। সেখানে লেখা আছে-নিজেদের সামর্থ্য দেখাও, নইলে বেসবল ব্যাট নিয়ে আসব আমরা।
সেরি আর চলতি মৌসুমে আট ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ইন্টার। চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ ম্যাচে নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদের কাছে ২-০ গোলে হারে দলটি।
আগামী মঙ্গলবার নিজেদের পরের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া মনশেনগ্লাডবাখের মাঠে খেলবে ইন্টার। এ ম্যাচের প্রস্তুতিতেই এখন ব্যস্ত দল।
সমর্থকরা দলের বর্তমান পারফরম্যান্স মেনে নিতে পারছে না মোটেই। ট্রেনিং গ্রাউন্ডের বাইরে কুরভা নর্দ আলট্রাস নামের একটি গ্রুপ ঢাউস এক ব্যানার টানিয়ে দিয়ে গেছে রীতিমতো হুমকি সহ!
ব্যানালে লেখা-যে জার্সি তোমরা পরছ, সেটাকে অবশ্যই সম্মান দেখাতে হবে!!! নিজেদের সামর্থ্য দেখাও, নইলে আমরা বেসবল ব্যাট নিয়ে আসব!!!”
ট্যাগ :
আরও পড়ুন
সাম্প্রতিক খবর
মতামত
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ