বিশ্রামে রোনালদো
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Nov 2020 03:50 PM BdST Updated: 28 Nov 2020 03:50 PM BdST
কোভিড-১৯ থেকে সেরে ওঠার পর টানা খেলার মধ্যে থাকা ক্রিস্তিয়ানো রোনালদোকে বিশ্রাম দিয়েছেন আন্দ্রেয়া পিরলো। বেনেভেন্তোর বিপক্ষে সেরি আ ম্যাচের দলে তাকে রাখেননি ইউভেন্তুস কোচ।
বেনেভেন্তোর মাঠে ম্যাচটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত ১১টায়। ম্যাচের আগের দিন ইউভেন্তুস টিভিকে আক্রমণভাগের পাশাপাশি রক্ষণেও পরিবর্তন আনার কথা বলেন পিরলো।
“বেনেভেন্তোর বিপক্ষে একই রক্ষণ থাকবে না…আমরা ভাগ্যবান যে লিওনার্দো বোনুচ্চি ফিরেছে, দলের সঙ্গে সে অনুশীলন করেছে। রোনালদো বিশ্রামে আছে, কারণ অনেক ম্যাচ খেলে সে কিছুটা ক্লান্ত।”
এবারের সেরি আয় এখন পর্যন্ত পাঁচ ম্যাচে আট গোল করেছেন ৩৫ বছর বয়সী রোনালদো।
সবশেষ গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে ফেরেন্সভারোসের বিপক্ষে ইউভেন্তুসের ২-১ ব্যবধানে জেতা ম্যাচে শুরুতে পিছিয়ে পড়া দলকে সমতায় ফিরিয়েছিলেন তিনি। ইউরোপ সেরা প্রতিযোগিতার চলতি আসরে এটা তার প্রথম গোল।
আট ম্যাচের পাঁচটিতেই হারা পয়েন্ট তালিকার চতুর্দশতম দলের বিপক্ষে পিরলো আক্রমণভাগে রেখেছেন কেবল পাওলো দিবালা ও আলভারো মোরাতাকে।
শিরোপাধারী ইউভেন্তুস আট ম্যাচে চারটি করে জয়ে ও ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে আছে তালিকার চারে। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান।
সর্বাধিক পঠিত
- শ্বাসরুদ্ধকর ফাইনালে বার্সাকে হারিয়ে বিলবাওয়ের উৎসব
- তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি
- ইউভেন্তুসকে উড়িয়ে দিল ইন্টার
- দলবেঁধে ধর্ষণ করিয়েছে স্বামী, অভিযোগ নারীর
- তামিম-সাকিবদের জার্সিতে স্বাধীনতার স্মারক
- ঢাকার বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় দম্পতির মৃত্যু
- ১২ মাসের বেতন না দিলে পরিষদ বাতিল: তাজুল
- সিদ্ধান্তের ভার মেসির ওপর ছাড়লেন কোচ
- নোয়াখালীতে ফের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলা
- আনন্দে ভাসছেন শরিফুল, সুযোগের অপেক্ষায় হাসান-মেহেদি