ঝড়ের পর সূর্য দেখছেন জিদান
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Nov 2020 09:35 PM BdST Updated: 27 Nov 2020 09:35 PM BdST
মৌসুমের শুরু থেকে উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। তবে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসের কমতি নেই দলটির কোচ জিনেদিন জিদানের। ফরাসি কিংবদন্তির আশা, শিগগিরই কাটবে কঠিন সময়, ছন্দ খুঁজে পাবে দল।
শাখতার দোনেৎস্কের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরুর পর দ্বিতীয় ম্যাচে বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে কোনোমতে ড্র করেছিল রিয়াল। অবশ্য ইন্টার মিলানের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে পরের রাউন্ডে যাওয়ার লড়াইয়ে ভালোভাবেই টিকে আছে ইউরোপের সফলতম দলটি।
তবে লা লিগায় রিয়াল নেমে গেছে পয়েন্ট তালিকার চার নম্বরে। জয়ের দেখা মেলেনি শেষ দুই ম্যাচে; হার একটিতে। শনিবার নিজেদের মাঠে আলাভেসের মুখোমুখি হবে তারা। এর আগের দিন সংবাদ সম্মেলনে প্রত্যয়ী কণ্ঠে জিদান বললেন, ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী তারা।
“নিজের ওপর ও নিজের কাজে বিশ্বাস রাখতে হবে। খেলোয়াড়দেরও তাই করতে হবে। আমি খুব ইতিবাচক আছি। আমি বিশেষ একটি পদে আছি। আর ঝড়ের পরই কিন্তু সব সময় সূর্যের দেখা মেলে। এটাই জীবন। আমাদের যে মান আছে, আমরা ভালো করব। সামনে আরও কঠিন মুহূর্ত আসবে, তবে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব।”
এজন্য শিষ্যদের সর্বোচ্চটা উজাড় করে দেওয়ার আহ্বান জানালেন সাবেক এই মিডফিল্ডার।
“রিয়ালের বিপক্ষে দলগুলো যেন আরও বেশি উদ্দীপ্ত থাকে। জিততে হলে আমাদের দেড়শ শতাংশ দিতে হবে। তবে আমরা যদি তাদের পর্যায়েও থাকি, তাহলে আমাদের মান পার্থক্য গড়ে দিতে পারে।”
সর্বাধিক পঠিত
- শ্বাসরুদ্ধকর ফাইনালে বার্সাকে হারিয়ে বিলবাওয়ের উৎসব
- তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি
- ইউভেন্তুসকে উড়িয়ে দিল ইন্টার
- তামিম-সাকিবদের জার্সিতে স্বাধীনতার স্মারক
- সিদ্ধান্তের ভার মেসির ওপর ছাড়লেন কোচ
- দলবেঁধে ধর্ষণ করিয়েছে স্বামী, অভিযোগ নারীর
- ১২ মাসের বেতন না দিলে পরিষদ বাতিল: তাজুল
- করোনাভাইরাস: সাড়ে আট মাসের সর্বনিম্ন রোগী শনাক্ত
- ঢাকার বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় দম্পতির মৃত্যু
- নোয়াখালীতে ফের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলা