আবারও মাঠের বাইরে কারভাহাল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Nov 2020 08:21 PM BdST Updated: 27 Nov 2020 08:22 PM BdST
চোট কাটিয়ে ফেরার দুই ম্যাচ পর আবারও ছিটকে গেলেন দানি কারভাহাল। পায়ের মাংশপেশিতে চোট পেয়েছেন রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার।
পরীক্ষার পর শুক্রবার তার চোটের কথা জানায় লা লিগা চ্যাম্পিয়নরা। তবে এবার কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে, তা জানানো হয়নি। তবে গণমাধ্যমের খবর, এবার দুই সপ্তাহ মতো দলের বাইরে থাকতে হতে পারে ২৮ বছর বয়সী এই স্প্যানিয়ার্ডকে।
গত অক্টোবরের শুরুর দিকে হাঁটুতে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন কারভাহাল। গত শনিবার লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ১-১ ড্র ম্যাচ দিয়ে ফিরেন মাঠে। এরপর বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া ম্যাচেও খেলেন পুরোটা সময়।
চোটের জন্য মাঠের বাইরে আছেন অধিনায়ক সের্হিও রামোস, করিম বেনজেমা, আলভারো ওদ্রিওসোলা ও ফেদে ভালভেরদে।
লিগে শনিবার বাংলাদেশ সময় রাত ২টায় নিজেদের মাঠে আলাভেসের বিপক্ষে খেলবে রিয়াল। তিন দিন পর চ্যাম্পিয়ন্স লিগে তাদের প্রতিপক্ষ শাখতার দোনেৎস্ক। এরপর লিগে সেভিয়ার মুখোমুখি হওয়ার পর চ্যাম্পিয়ন্স লিগে জিনেদিন জিদানের দল খেলবে বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে।
সর্বাধিক পঠিত
- দশম ও দ্বাদশ শ্রেণিতে নিয়মিত ক্লাস, বাকিদের সপ্তাহে ১ দিন
- এলচেকে হারিয়ে তিনে বার্সা
- ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
- শেষ ম্যাচের একাদশে ‘অল্প পরিবর্তন’
- টিকা আসার আগে যা বললেন বেক্সিমকো ফার্মার এমডি
- মুস্তাফিজের জোড়া আঘাত
- চট্টগ্রামে নৌকার প্রচারে রিয়াজ-তারিন-অপু-মাহিরা
- স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত ৪ ফেব্রুয়ারি পরিস্থিতি দেখে: শিক্ষামন্ত্রী
- ৩০ জানুয়ারি রাতে ইন্টারনেটের গতি হবে ধীর
- শেষ ওয়ানডেতেও অনেক চাওয়া বাংলাদেশের