করোনাভাইরাস নেগেটিভ জীবন
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Nov 2020 06:43 PM BdST Updated: 27 Nov 2020 06:43 PM BdST
হাঁটুর চোট কাটিয়ে কাতারে যাওয়া জাতীয় দলের ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবনের করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
দলের সঙ্গে যোগ দিতে গত বুধবার কাতার রওনা দেন জীবন। সেখানে হওয়া পরীক্ষায় তার নেগেটিভ আসার কথা শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আগামী ৪ ডিসেম্বর কাতারের মাঠে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচ খেলবে বাংলাদেশ। গত ১৯ নভেম্বর কাতারে পাড়ি জমায় দল।
কিন্তু নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে হাঁটুতে চোট পাওয়ায় শেষ মুহূর্তে কাতারগামী দলের সঙ্গে ছিলেন না জীবন। চোট কাটিয়ে উঠতে সেসময় আবাহনী লিমিটেডের এই ফরোয়ার্ডকে এক সপ্তাহ পুরো বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন ফিজিও।
নেপালের বিপক্ষে বাংলাদেশের ২-০ ব্যবধানে জেতা প্রথম প্রীতি ম্যাচে নবম মিনিটে নিখুঁত স্লাইডে প্রথম গোলটি করেছিলেন জীবন।
সর্বাধিক পঠিত
- দশম ও দ্বাদশ শ্রেণিতে নিয়মিত ক্লাস, বাকিদের সপ্তাহে ১ দিন
- সাবেক এমপি পেলেন গৃহহীনদের ঘর
- শেষ ম্যাচের একাদশে ‘অল্প পরিবর্তন’
- এশিয়ার ‘মাদক সম্রাট’ আমস্টার্ডামে গ্রেপ্তার
- চট্টগ্রামে নৌকার প্রচারে রিয়াজ-তারিন-অপু-মাহিরা
- টিভি সূচি (রোববার, ২৪ জানুয়ারি ২০২১)
- ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
- এলচেকে হারিয়ে তিনে বার্সা
- আলাভেসকে উড়িয়ে জয়ে ফিরল রিয়াল
- ৩০ জানুয়ারি রাতে ইন্টারনেটের গতি হবে ধীর