‘ঘৃণা ভুলে জাদুকর মারাদোনাকে মনে রাখো’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Nov 2020 03:13 PM BdST Updated: 26 Nov 2020 04:11 PM BdST
একক নৈপুণ্যে ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর ম্যাচে কলঙ্কিত এক অধ্যায়ের জন্ম দিয়েছিলেন দিয়েগো মারাদোনা। স্বপ্নভঙ্গের সেই স্মৃতি দীর্ঘ দিন দাগ কেটেছিল ওই ম্যাচে ইংল্যান্ডের হয়ে খেলা ট্রেভর স্টিভেনের মনে। তবে সময়ের পরিক্রমায় সেই ক্ষত শুকিয়ে গেছে সাবেক এই মিডফিল্ডারের। ঘৃণ্য সেই কাজের জন্য নয়, মারাদোনাকে তার অর্জনের জন্য মনে রাখা উচিত বলে মনে করেন তিনি।
কার্ডিয়াক অ্যারেস্টে বুধবার মারা যান ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত মারাদোনা।
৩৪ বছর আগে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে ইংল্যান্ডকে বিদায় করে দিয়েছিল আর্জেন্টিনা। সেদিন চার মিনিটের মধ্যে জোড়া গোল করেছিলেন মারাদোনা।
তার প্রথম গোলটি ফুটবল কাব্য-কাঁথায় অমর হয়ে আছে ‘ঈশ্বরের হাত’ হিসেবে। দ্বিতীয় গোলটি ছিল মারাদোনার অবিশ্বাস্য ফুটবল সামর্থ্যের ফসল; ছয়জনকে কাটিয়ে করা সেই গোল পরে ‘শতাব্দীর সেরা গোল’ হিসেবে বিবেচিত হয়।
‘পৃথিবী যতদিন, মারাদোনা ততদিন’
মারাদোনার মৃত্যুতে কাঁদছে ফুটবলও
কঠিন কন্ডিশনে মারাদোনার ওই পারফরম্যান্স যেমন দোলা দেয় স্টিভেনের মনে, তেমনি পুরনো ক্ষতে কিছুটা আঁচড়ও কাটে।
“ফুটবল ইতিহাসের সবচেয়ে কুখ্যাত গোলটি সে করেছিল। একই সঙ্গে পরিস্থিতি বিবেচনায় সবচেয়ে আইকনিক ও চমৎকার গোলটিও তার।”
“বিশ্বকাপের (১৯৮৬) কোয়ার্টার-ফাইনাল ম্যাচটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৯ হাজার ফুট উচ্চতায় ছিল এবং তাপমাত্রা ছিল ১০০ ডিগ্রি ফারেনহাইটের বেশি… ওই কন্ডিশনে খেলা এমনিতেই চ্যালেঞ্জিং। সেখানেই ম্যাচটিকে সে যে মানে তুলে নিয়েছিল, তা অবিশ্বাস্য।”
ম্যাচটি ২-১ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। মারাদোনার প্রথম গোলটিই ইংল্যান্ডকে হারানোর পথে মূল ভূমিকা রেখেছিল। সেই ম্যাচে খেলা ইংল্যান্ডের গোলকিপার পিটার শিলটন বলেছিলেন, মারাদোনাকে কখনও ক্ষমা করবেন না তিনি।
মারাদোনার মৃত্যুতে ১০ নম্বর জার্সি বন্ধের আহ্বান
‘আমি মারাদোনা, আমি গোল করি, ভুলও করি’
মারাদোনা: প্রতিভা, মোহ, মাদক, দ্রোহ আর রোমাঞ্চ
স্টিভেন জানালেন, ন্যায়সঙ্গত কারণেই ক্ষোভ প্রকাশ করেছিলেন তার সতীর্থ।
“সে ধোঁকা দিয়ে পার পেয়ে গিয়েছিল। সে যা করেছিল, তার দায় কখনোই সে নেয়নি। এটা আমাদেরকে বিশ্বকাপ থেকে বিদায় করে দিয়েছিল। মনে হয়েছিল, আমাদের থেকে একটি সম্ভাব্য সুযোগ ছিনিয়ে নেওয়া হয়েছে।”
“নিশ্চিতভাবেই আমি তাকে সম্মান করি। তবে, তার সেদিনের কাজের জন্য ইংল্যান্ডের ওপর যে প্রভাব পড়েছিল সেজন্য ব্যক্তিগতভাবে তাকে ভালোবাসব নাকি ঘৃণা করব, বুঝে উঠতে পারি না।”
তবে সময়ের পথচলায় ওই দিনের ক্ষত অনেকটাই নিরাময় হয়ে গেছে বলে জানালেন ৫৭ বছর বয়সী স্টিভেন।
“সময়ের সঙ্গে খারাপ লাগা কিছুটা কমেছে, ক্ষতও সেরে উঠেছে। ফুটবল প্রতিভার কারণে মারাদোনাকে জিনিয়াস ফুটবলার আবার তার জীবন যাপনের ধরনের কারণে তাকে একজন ত্রুটিযুক্ত জিনিয়াস বলা যায়। তবে, ফুটবল সামর্থ্যের বিচারে তার মতো আর কেউ ছিল না।”
‘একদিন স্বর্গে একসঙ্গে ফুটবল খেলব’, মারাদোনার মৃত্যুতে পেলে
“সে যা করেছে, বিশ্বের সব গ্রেট ফুটবলাদের মধ্যে আর কেউ পারেনি। ওই (ঈশ্বরের হাত) গোলটিও ছিল সেকেন্ডের কম সময়ে। কিন্তু সে ১৫ বছর ধরে পেশাদার ফুটবল খেলেছে…সর্বোচ্চ সম্মান অর্জন করে নিয়েছে। ব্যক্তিগতভাবে নিয়ে ও সংকীর্ণমনা হয়ে ১৯৮৬ সালের জুনের ওই দিনটিতে ফিরে না গিয়ে ওই সব অর্জনের জন্য তাকে মনে রাখা উচিত।”
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
টেনিসে নতুন রেকর্ড গড়লেন ইসনার
-
ইন্টারে যোগ দিয়ে ক্যামেরুনের গোলরক্ষক ওনানার ‘স্বপ্নপূরণ’
-
দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে উইমেন’স ইউরো
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
-
অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
-
এভারটন থেকে টটেনহ্যামে রিশার্লিসন
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক