ইন্টারকে আবার হারিয়ে দুইয়ে রিয়াল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Nov 2020 03:52 AM BdST Updated: 26 Nov 2020 04:26 AM BdST
চ্যাম্পিয়ন্স লিগে ঠিক ছন্দ খুঁজে পাচ্ছিল না রিয়াল মাদ্রিদ। প্রথম দুই ম্যাচ পর আগের রাউন্ডে জয়ের দেখা পেলেও তাদের পারফরম্যান্স ছিল না মান অনুযায়ী। ইন্টার মিলানকে আবারও হারিয়ে স্বরূপে ফেরার আভাস দিল টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়নরা। সেই সঙ্গে নকআউট পর্বে ওঠার আশাও জোরালো করল জিনেদিন জিদানের দল।
Related Stories
সান সিরোয় বুধবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচে আধিপত্য ধরে রেখে ২-০ গোলে জিতেছে রিয়াল। শুরুতে এদের আজার দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো।
বল দখলের পাশাপাশি আক্রমণে ম্যাচের প্রথম মিনিট থেকে আধিপত্য করা রিয়াল এগিয়ে যায় সপ্তম মিনিটে। ইন্টারের ডি-বক্সে নাচো ফের্নান্দেসকে নিকোলো বারেল্লা ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। অধিনায়ক সের্হিও রামোসের অনুপস্থিতিতে নিরাশ করেননি আজার, স্পট কিকে জালে বল পাঠান বেলজিয়ান ফরোয়ার্ড।

হাইভোল্টেজ ম্যাচের নাটকীয়তা ৩৩তম মিনিটে চরমে ওঠে। রিয়ালের ডি-বক্সে প্রতিপক্ষের চ্যালেঞ্জে ভিদাল পড়ে গেলে পেনাল্টির জোরালো আবেদন ওঠে। রেফারির সাড়া না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন চিলির এই মিডফিল্ডার; তর্ক করে দেখেন হলুদ কার্ড। তাতে যেন মেজাজ পুরোপুরি হারিয়ে বসেন তিনি। রেফারিও বিলম্ব করেননি, দ্বিতীয়বার হলুদ কার্ড দেখিয়ে বাইরের পথ দেখিয়ে দেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে পাল্টা আক্রমণের চেষ্টা করে ইন্টার, তবে একজন কম নিয়ে সুবিধা করতে পারেনি তারা। উল্টো ৫৯তম মিনিটে আরেকটি গোল হজম করে আরও ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। ডান দিকের বাইলাইন থেকে ভাসকেসের ছয় গজ বক্সের মুখে বাড়ানো ক্রসে জোরালো ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন আগের মিনিটেই মারিয়ানো দিয়াসের বদলি নামা রদ্রিগো।
এরপর খেলার গতি কিছুটা কমে যায়। কেউই পারছিল না প্রতিপক্ষের গোলরক্ষকের পরীক্ষা নিতে। এরই মাঝে ৮২তম মিনিটে লক্ষ্যে প্রথম শট নেয় ইন্টার। বদলি নামা ইভান পেরিসিচের কোনাকুনি শটটি ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া।

গ্রুপের আরেক মাচে শাখতার দোনেৎস্ককে ৪-০ গোলে উড়িয়ে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে বরুশিয়া মনশেনগ্লাডবাখ।
৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। ইউক্রেনের দল শাখতারের পয়েন্ট ৪। ২ পয়েন্ট নিয়ে তলানিতে ইন্টার।
সর্বাধিক পঠিত
- নোয়াখালীতে ফের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলা
- দ্বিতীয় ধাপের ভোটে মেয়র হলেন যারা
- ভোটে জিতে কাদের মির্জা বললেন, কথা বলে যাব
- বিমানের সহযাত্রী করোনাভাইরাস পজিটিভ, কোয়ারেন্টিনে ৪৭ খেলোয়াড়
- সিরাজগঞ্জে ফল ঘোষণার পর সংঘর্ষে কাউন্সিলর পদে বিজয়ী নিহত
- তিন নতুন মুখের ব্যাখ্যা প্রধান নির্বাচকের
- অঁজিকে হারিয়ে শীর্ষে পিএসজি
- অভিষেকে অনুজ্জ্বল টেন্ডুলকারের ছেলে
- উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে হাসান-শরিফুল-মেহেদি
- এখন কেউ ‘খেলতে’ এলেই ধরা পড়বে: বিএসইসি চেয়ারম্যান