টানা ৪ জয়ে শেষ ষোলোয় সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে ধুঁকলেও চ্যাম্পিয়ন্স লিগে শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। অলিম্পিয়াকোসকে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখে টুর্নামেন্টের শেষ ষোলোয় উঠেছে পেপ গুয়ার্দিওলার দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2020, 07:53 PM
Updated : 25 Nov 2020, 08:29 PM

প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে জিতেছে ইংলিশ দলটি। একমাত্র গোলটি করেন ফিল ফোডেন। এ মাসের শুরুতে নিজেদের মাঠে গ্রিসের দলটিকে ৩-০ গোলে হারিয়েছিল সিটি।

ম্যাচের শুরু থেকে শেষ, অধিকাংশ সময় বল দখলে রেখে একের পর এক আক্রমণ করে গেছে সিটি; কিন্তু সে অনুযায়ী গোলের দেখা মেলেনি।

জয়সূচক গোলটি আসে ৩৬তম মিনিটে। রাহিম স্টার্লিংয়ের ব্যাকহিলে বল পেয়ে খুব কাছ থেকে জালে পাঠান তরুণ ইংলিশ মিডফিল্ডার ফোডেন।

পুরো ম্যাচে সিটি গোলের উদ্দেশে শট নেয় ২২টি, এর ১১টি ছিল লক্ষ্যে। আর অলিম্পিয়াকোস তাদের ২ শটের প্রথমটি নিতে পারে ৮৮তম মিনিটে, লক্ষ্যে ছিল না কোনোটিই।

প্রথম চার ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিটি। ৩ পয়েন্ট নিয়ে তিনে  অলিম্পিয়াকোস।

এক ম্যাচ করে কম খেলা পোর্তো ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ও সবার নিচে থাকা মার্সেই এখনও কোনো পয়েন্ট পায়নি।