ইউরোপের সফলতম ক্লাবের হয়ে নিজের শেষ ম্যাচে জালের দেখা পেলেন ফরাসি স্ট্রাইকার।
ইউরোপ সেরার প্রতিযোগিতায় ‘বি’ গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশ সময় বুধবার রাত দুইটায় ইতালিয়ান দলটির মাঠে খেলবে জিনেদিন জিদানের দল।
লা লিগায় গত শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে ১-১ ড্র ম্যাচে খেলতে না পারা করিম বেনজেমা নেই ইন্টারের বিপক্ষে ২১ সদস্যের স্কোয়াডেও। পেশির চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি এই ফরাসি ফরোয়ার্ড।
ব্যস্ত সূচিতে চোট সমস্যা জেঁকে বসেছে রিয়াল শিবিরে; বেনজেমা ছাড়াও মাঠের বাইরে আছেন এদের মিলিতাও, সের্হিও রামোস, ফেদেরিকো ভালভেরদে ও আলভারো ওদ্রিওসোলা। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন লুকা ইয়োভিচ।
তিন ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের তিনে আছে রিয়াল। দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে সবার নিচে ইন্টার। ৪ পয়েন্ট নিয়ে শাখতার দোনেৎস্ক দুইয়ে ও ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বরুশিয়া মনশেনগ্লাডবাখ।