চোট কাটিয়ে কাতার যাচ্ছেন জীবন

হাঁটুর চোট থেকে সেরে উঠেছেন নাবীব নেওয়াজ জীবন। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ খেলতে দলের সঙ্গে যোগ দিতে কাতারে যাচ্ছেন জাতীয় দলের এই ফরোয়ার্ড।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2020, 09:39 AM
Updated : 24 Nov 2020, 09:39 AM

আগামী ৪ ডিসেম্বর কাতারের মাঠে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচ খেলবে বাংলাদেশ। এ উপলক্ষে গত ১৯ নভেম্বর কাতারে পাড়ি জমায় দল।

কিন্তু নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে হাঁটুতে চোট পাওয়ায় শেষ মুহূর্তে কাতারগামী দলের সঙ্গে ছিলেন না জীবন। চোট কাটিয়ে উঠতে সেসময় আবাহনী লিমিটেডের এই ফরোয়ার্ডকে এক সপ্তাহ পুরো বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন ফিজিও।

চিকিৎসকের পরামর্শে দ্রুত কাজ হওয়ায় হাঁটুতে আর ব্যথা অনুভব না করার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন জীবন।

“কাতারে যাওয়ার আশা এক রকম ছেড়েই দিয়েছিলাম। কিন্তু গত কয়েকদিন ধরে ওষুধ খাওয়ার পর দেখলাম ব্যথা নেই। ভালো বোধ করছি। ফিজিও ও কোচের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বললাম। তারা বললেন চলে আসতে।”

আগামী বুধবার সকাল সাড়ে ১০টার ফ্লাইটে কাতারে রওনা দেবেন জীবন। এই ফরোয়ার্ডকে পাওয়ার কথা নিশ্চিত করেছেন কোচ জেমি ডে, “হ্যাঁ, সে কাল সকালে কাতার যাচ্ছে।”

নেপালের বিপক্ষে বাংলাদেশের ২-০ ব্যবধানে জেতা প্রথম প্রীতি ম্যাচে নবম মিনিটে নিখুঁত স্লাইডে প্রথম গোলটি করেছিলেন জীবন।

সবশেষ কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ আসায় কাতার যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে কোচ ডের। হোটেলেই আইসোলেশনে আছেন তিনি।