ছিটকে গেলেন ইব্রাহিমোভিচ

দারুণ ছন্দে থাকা জ্লাতান ইব্রাহিমোভিচ চলে গেলেন মাঠেন বাইরে। মাংসপেশিতে চোট পেয়েছেন এসি মিলানের এই সুইডিশ স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2020, 05:35 PM
Updated : 23 Nov 2020, 05:35 PM

সেরি আয় রোববার নাপোলির বিপক্ষে ম্যাচে চোট পান ৩৯ বছর বয়সী এই ফুটবলার। তার জোড়া গোলে দশ বছরেরও বেশি সময় পর নাপোলির মাঠ থেকে ৩-১ ব্যবধানে জয় নিয়ে ফেরে এসি মিলান।

দলের তারকা এই খেলোয়াড়ের চোটের বিষয়টি সোমবার নিশ্চিত করলেও তার সেরে উঠতে কতদিন লাগবে তা জানায়নি ইতালির ক্লাবটি। এক মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তার সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে।

চলতি মৌসুমে লিগে ছয় ম্যাচে সর্বোচ্চ দশ গোল করেছেন ইব্রাহিমোভিচ।

ইউরোপা লিগে বৃহস্পতিবার ফ্রান্সের ক্লাব লিলের বিপক্ষে খেলবে মিলান। আগামী ৩ ডিসেম্বর প্রতিযোগিতায় তাদের প্রতিপক্ষ স্কটিশ ক্লাব সেল্টিক।

আগামী ১০ ডিসেম্বর স্পার্তা প্রাগের বিপক্ষে ‘এইচ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচেও তাকে দলে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। তিন ম্যাচ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের দুই নম্বর দল এসি মিলান।

সেরি আয় আট ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থাকা এসি মিলান আগামী রোববার খেলবে ফিওরেন্তিনার বিপক্ষে।