‘বার্সা এখনও লিগ শিরোপা জিততে পারে’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Nov 2020 11:14 PM BdST Updated: 23 Nov 2020 11:14 PM BdST
-
ছবি: বার্সেলোনা
সবশেষ ছয় ম্যাচে জয় মাত্র একটি। লা লিগার শীর্ষে থাকা রিয়াল সোসিয়েদাদের চেয়ে বার্সেলোনা পিছিয়ে পড়েছে ১২ পয়েন্টে। এরপরও লিগ শিরোপা জেতার সম্ভাবনা দেখছেন ক্লেমোঁ লংলে। হাল না ছেড়ে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় কাতালান ক্লাবটির এই ডিফেন্ডারের।
চলতি মৌসুমে লিগে এখনও চেনা ছন্দে দেখা যায়নি বার্সেলোনাকে। সবশেষ গত শনিবার আতলেতিকো মাদ্রিদের মাঠে ১-০ গোলে হারে রোনাল্ড কুমানের দল। প্রথম আট ম্যাচে যা তাদের তৃতীয় হার। অন্য দুই হারের একটি আরেক শিরোপাপ্রত্যাশী রিয়াল মাদ্রিদের বিপক্ষে।
তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে বার্সেলোনা নেমে গেছে ১২ নম্বরে। দুই ম্যাচ বেশি খেলে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সোসিয়েদাদ। আট ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো। নয় ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে চারে আছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল।
চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার দিনামো কিয়েভের মুখোমুখি হওয়ার আগের দিন সংবাদ সম্মেলনে লংলে জানান, এখনই তারা লিগ শিরোপা জয়ের আশা হারাচ্ছেন না।
“হ্যাঁ, লা লিগা এখনও জিততে পারি। এখনও অনেক ম্যাচ এবং পয়েন্ট বাকি আছে। এখনই যদি আমরা হাল ছেড়ে দিই তাহলে তা পেশাদার মনোভাব হবে না এবং এটি হবে অসম্মানজনক। আমাদের ঘুরে দাঁড়াতে হবে।”
লিওনেল মেসি ও ফ্রেংকি ডি ইয়ংকে ছাড়াই দিনামোর মাঠে খেলতে যাবে বার্সেলোনা। তাদেরকে বিশ্রাম দিয়েছেন কোচ কুমান। ইউরোপ সেরার প্রতিযোগিতায় গ্রুপ পর্বে প্রথম তিন ম্যাচে জেতা দলটি শতভাগ জয়ের ধারা ধরে রাখতে চায় বলে জানিয়েছেন ফরাসি ডিফেন্ডার লংলে।
সর্বাধিক পঠিত
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- মিয়ানমারে বিক্ষোভ দমাতে গুলি, নিহত অন্তত ১৮
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- টেস্টে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে রোহিত
- তানভিরের ১৩ উইকেটে ইনিংস ব্যবধানে জয়
- ‘গ্রিজমানকে শাস্তি দেওয়া হয়নি’
- ৩০ মার্চ খুলবে স্কুল-কলেজ
- নিউ জিল্যান্ডে যেমন কাটছে মিরাজদের সময়