দিনামোর বিপক্ষে নেই মেসি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দিনামো কিয়েভের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে লিওনেল মেসিকে রাখেননি বার্সেলোনা কোচ রোনাল্ড কুমান। কারণ হিসেবে আর্জেন্টাইন তারকার বিশ্রাম দরকার বলে জানিয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2020, 01:02 PM
Updated : 23 Nov 2020, 01:02 PM

ইউরোপ সেরার প্রতিযোগিতায় ‘জি’ গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত দুইটায় ইউক্রেনের দল দিনামোর মাঠে খেলবে বার্সেলোনা।

মেসির পাশাপাশি মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ংকেও বিশ্রাম দিয়েছেন কোচ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এর কারণ ব্যাখ্যা করেন কুমান।

“আমরা সিদ্ধান্ত নিয়েছি মেসি ও ডি ইয়ং দলের সঙ্গে যাবে না। কারণ, আমরা বেশ ভালো অবস্থায় আছি আর খেলোয়াড়দেরও বিরতি দরকার।”

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে এখন পর্যন্ত দলের ১১ ম্যাচেই খেলা মেসি গোল করেছেন ৬টি।

চোটের কারণে ১৯ সদস্যের দলে স্বাভাবিকভাবে নেই জেরার্দ পিকে, আনসু ফাতি, সের্হি রবের্তো, সামুয়েল উমতিতি, সের্হিও বুসকেতস ও রোনালদ আরাহো।

তিন ম্যাচে শতভাগ জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে বার্সেলোনা। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ইউভেন্তুস। সমান ১ পয়েন্ট নিয়ে দিনামো তিনে ও ফেরেন্সভারোস সবার নিচে আছে।