টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন মেদভেদেভ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Nov 2020 03:20 PM BdST Updated: 23 Nov 2020 03:44 PM BdST
দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন ডমিনিক টিমকে হারিয়ে এটিপি ফাইনালসের শিরোপা জিতেছেন রাশিয়ার দানিল মেদভেদেভ। ক্যারিয়ারে এটি তার সবচেয়ে বড় শিরোপা।
লন্ডনে রোববারের ফাইনালে প্রথম সেট জয়ের পর দ্বিতীয় সেটের টাইব্রেকে এগিয়ে গিয়েছিলেন র্যাঙ্কিংয়ের তিন নম্বর খেলোয়াড় টিম। এরপর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান র্যাঙ্কিংয়ের চার নম্বরে থাকা মেদভেদেভ। জিতে নেন টানা সাত পয়েন্ট। শেষ পর্যন্ত অস্ট্রিয়ান টিমকে ৪-৬, ৭-৬ (৭-২), ৬-৪ গেমে হারান রুশ খেলোয়াড়।

একমাত্র খেলোয়াড় হিসেবে তিনি মৌসুম শেষের এই প্রতিযোগিতায় হারালেন র্যাঙ্কিংয়ের শীর্ষ তিন খেলোয়াড়কে। গ্রুপ পর্বে র্যাঙ্কিংয়ের এক নম্বর নোভাক জোকোভিচকে আর সেমি-ফাইনালে ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন ও র্যাঙ্কিংয়ে দুই নম্বর তারকা রাফায়েল নাদালকে হারান তিনি।
গত বছরের নভেম্বর থেকে গত অক্টোবর পর্যন্ত র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা কোনো খেলোয়াড়কে হারাতে না পারা মেদভেদেভ চার সপ্তাহের মধ্যে হারালেন তাদের সাত জনকে।
করোনাভাইরাসের কারণে এবারের আসর হয়েছে দর্শকশূন্য স্টেডিয়ামে। ম্যাচ শেষে টিমকে আলিঙ্গন করার আগে-পরে কোনো উদযাপন করেননি মেদেভদেভ। পরে এর কারণ জানালেন তিনি।
“আমি কখনও আমার জয় উদযাপন করি না। এটাই আমার ধরন এবং আমি এভাবেই পছন্দ করি।”

শেষটা সুখকর না হলেও সফল একটা বছরই কাটিয়েছেন টিম। দুইবার উঠেছেন গ্র্যান্ড স্লামের ফাইনালে। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জোকোভিচের কাছে হারলেও নিউ ইয়র্কে জিতে নেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম।
লন্ডনে এটিপি ফাইনালসের এটাই শেষ আসর। ২০২১ থেকে এই প্রতিযোগিতা হবে ইতালির তুরিনে।
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
টিভিতে আজ
-
টেনিসে নতুন রেকর্ড গড়লেন ইসনার
-
ইন্টারে যোগ দিয়ে ক্যামেরুনের গোলরক্ষক ওনানার ‘স্বপ্নপূরণ’
-
দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে উইমেন’স ইউরো
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
-
অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি