‘একইভাবে চালিয়ে যাও’, রোনালদোকে পিরলো

সেরি আয় গোল করেই চলেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। কাইয়ারির বিপক্ষে জোড়া গোল করার পর আবারও পর্তুগিজ ফরোয়ার্ডকে প্রশংসায় ভাসিয়েছেন আন্দ্রেয়া পিরলো। ইউভেন্তুস কোচের চোখে, তারকা এই ফুটবলার বাকিদের জন্য উদাহরণ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2020, 01:31 PM
Updated : 22 Nov 2020, 03:54 PM

দলের সেরা তারকার প্রতি দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানিয়েছেন কোচ।

নিজেদের মাঠে শনিবার কাইয়ারিকে ২-০ গোলে হারায় ইউভেন্তুস। প্রথমার্ধে চার মিনিটের মধ্যে গোল দুটি করেন রোনালদো।

চলতি মৌসুমে লিগে টানা পঞ্চম ম্যাচে জালের দেখা পেলেন ৩৫ বছর বয়সী তারকা। আট গোল নিয়ে এসি মিলানের জ্লাতান ইব্রাহিমোভিচের সঙ্গে এখন যৌথভাবে লিগের সর্বোচ্চ গোলদাতাও তিনিই।

আন্তর্জাতিক বিরতিতে পর্তুগালের হয়ে তিন ম্যাচ খেলার পর কাইয়ারির বিপক্ষে নেমেছিলেন রোনালদো। এর আগে ইউভেন্তুসের হয়ে লিগে সবশেষ ম্যাচে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। তার আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছিলেন মাঠের বাইরে। কিন্তু তার পারফরম্যান্সের ধার যেন একটুও কমেনি।

কাইয়ারি ম্যাচ শেষে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের উচ্ছ্বসিত প্রশংসা করেন পিরলো।

“সে অসাধারণ একজন পেশাদার ব্যক্তি, আমরা সবাই তা জানি। সত্যিকারের চ্যাম্পিয়ন। সে তার আশেপাশের সকলের জন্য উদাহরণ, সেটা ম্যাচে হোক কিংবা অনুশীলনে।’

“কেবল একটি পরামর্শই তাকে আমি দিতে পারি, সে যেন একইভাবে চালিয়ে যেতে থাকে।”