ওল্ড ট্র্যাফোর্ডে কষ্টের জয় ইউনাইটেডের

দুর্বল স্পট কিকে শুরুতে হতাশ করলেন। তবে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওন গোলরক্ষক পোস্ট ছেড়ে বেরিয়ে আসায় ফের সুযোগ পেলেন ব্রুনো ফের্নান্দেস। ফিরতি সুযোগ কাজে লাগাতে ভুল হয়নি পর্তুগিজ মিডফিল্ডারের। এই গোলেই স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2020, 09:55 PM
Updated : 21 Nov 2020, 10:32 PM

ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জেতা উলে গুনার সুলশারের দল ১৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে।

গোলশূন্য প্রথমার্ধে ইউনাইটেডের এগিয়ে যাওয়ার প্রথম ভালো সুযোগটি নষ্ট হয় চতুর্দশ মিনিটে। ফের্নান্দেসের পাসে খুব কাছাকাছি থেকে অঁতনি মার্সিয়ালের শট ঝাঁপিয়ে পড়ে ফেরান গোলরক্ষক।

২১তম মিনিটে ওয়েস্ট ব্রমউইচের কারল্যান গ্রান্টের শট হ্যারি ম্যাগুইয়ারের পায়ে লেগে অল্পের জন্য দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে বল দখলের লড়াইয়ে ফের্নান্দেসের ট্যাকলে ওয়েস্ট ব্রমউইচের কনর গ্যালাগার পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। পরে ভিএআরে বদলায় সিদ্ধান্ত।

৫৩তম মিনিটে ডি-বক্সে হুয়ান মাতার শট সেমি আজায়ির হাতে লাগলে পেনাল্টি পায় ইউনাইটেড। ফের্নান্দেসের দুর্বল শট ঝাঁপিয়ে পড়ে ফেরান স্যাম জনস্টোন। কিন্তু আগেই গোলরক্ষক পোস্ট ছেড়ে বেরিয়ে আসায় ফের স্পট কিক নেন ফের্নান্দেস। পর্তুগিজ মিডফিল্ডার এবার আর হতাশ করেননি।

দশ মিনিট পর স্প্যানিশ ফরোয়ার্ড মাতাকে তুলে নিয়ে উরুগুয়ের ফরোয়ার্ড এদিনসন কাভানিকে নামান ইউনাইটেড কোচ।

৬৫তম মিনিটে ক্যালাম রবিনসনের শট দাভিদ দি হেয়াকে ফাঁকি দেওয়ার পর ক্রসবারে লেগে ফিরলে বেঁচে যায় ইউনাইটেড।

অন্য ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে নয় ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে টটেনহ্যাম হটস্পার। আট ম্যাচে দ্বিতীয় হারের তেতো স্বাদ পাওয়া সিটি ১২ পয়েন্ট নিয়ে আছে একাদশ স্থানে।

টটেনহ্যামের জয়ে নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ২-০ গোলে জিতে শীর্ষে ওঠা চেলসি ১৮ পয়েন্ট নিয়ে নেমে গেছে দ্বিতীয় স্থানে।