ফিফা অনূর্ধ্ব-২০ উইমেন’স বিশ্বকাপে মুখোমুখি জাপান ও নেদারল্যান্ডস।
লন্ডনে শনিবার সেমি-ফাইনালে পাঁচবার ম্যাচ পয়েন্ট সেভ করেও শেষ পর্যন্ত পেরেওঠেননি সার্বিয়ান তারকা জোকোভিচ। দুই ঘণ্টা ৫৭ মিনিটের লড়াই শেষে হারেন ৭-৫, ৬-৭ (১০-১২),৭-৬ (৭-৫) গেমে।
র্যাঙ্কিংয়ের শীর্ষ আট খেলোয়াড় দুই গ্রুপে ভাগ হয়ে খেলেন মৌসুম শেষের এই টুর্নামেন্ট।প্রতি গ্রুপে সবাই একে অন্যের মুখোমুখি হন একবার করে। দুই গ্রুপের সেরা দুই জন খেলোয়াড়কেনিয়ে হয় সেমি-ফাইনাল। এরপর ফাইনাল।