ম্যাচ পাতানোয় আজীবন নিষিদ্ধ টেনিস খেলোয়াড়

একের পর এক ম্যাচ পাতিয়ে যাওয়ার কঠিন শাস্তি পেলেন আলেকসান্দ্রিনা নায়দেনোভা। আজীবনের জন্য নিষিদ্ধ হয়েছেন বুলগেরিয়ার এই নারী টেনিস খেলোয়াড়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2020, 03:16 PM
Updated : 21 Nov 2020, 03:16 PM

তদন্ত শেষে শুক্রবার ২৮ বছর বয়সী এই খেলোয়াড়ের ওপর নিষেধাজ্ঞা জারি করে টেনিস ইন্ট্রেগ্রিটি ইউনিট। পাশাপাশি দেড় লাখ ডলার জরিমানা করা হয় বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ২১৮ নম্বরে থাকা নায়দেনোভাকে।

তার বিরুদ্ধে মোট ১৩টি অভিযোগের সত্যতা পেয়েছে টেনিসের দুর্নীতি বিরোধী কর্তৃপক্ষ। এর মধ্যে ১২টি সরাসরি ম্যাচ পাতানোর সঙ্গে সম্পৃক্ত, অন্যটি তদন্ত কাজে সহযোগিতা না করার। ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে অপরাধগুলো করেন নায়দেনোভা।